![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু
-------
সবাই বলে তুমি আধার, তুমি শেষ।
তুমি বিবর্ণ, তুমি কালো।
তুমি চিৎকার, তুমি হাহাকার।
তুমি স্তব্ধ, তুমি সত্য।
এক বিবর্ণ প্রজাপতি তুমি,
আধারের স্বাধীনতা তুমি।
সীমাহীন এক যাত্রা তুমি।
ধর্ম বর্ণ সবই তোমার
আদি থেকে অন্ত চলছে এই নিয়মে তোমার।
জন্মািলে মরিতে হবে,
ধরনীর নিয়ম যে তাই ।
এসেছি একা, যেতে হবে একা,
যা করেছি সবই যে ফাকা।
নিতে এলে মোরে,
স্বাগত জানাবো তোমারে
নিয়ে চলো প্রান পাখীরে,
হাসি নিয়ে প্রাণে
বিদায় দিব ধরণী তোমারে।
কাঁদবে কজন আত্মীয় স্বজন।
বলবে মুখে আহারে আহারে।
তবু স্বাগত তোমারে।।
১৭/১০/১৭
মমতাজ মিতা
ঢাকা
©somewhere in net ltd.