নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

সরকার কি ছাড় দিবে?

২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৬

গার্মেন্টস কর্মীরা আন্দোলন করছে, বেতন বৃদ্ধির দাবীতে। যদিও সরকার থেকে বলে দেওয়া হয়েছে জানুয়ারী থেকে বেতন বৃদ্ধি করা হবে, তারা সেটা মানছে না, তারা চায় নূন্যতম বেতন হবে ২০,০০০ টাকা। তাদের দাবী দ্রব্যমূল্য বেড়ে গেছে। এই হাহাকারেই বেতন বাড়িয়ে নিতে চায়।

কিন্তু দ্রব্যমূল্য বেড়ে গেলে তোরা হ্রাসের জন্য আন্দোলন কর, বেতন বৃদ্ধির জন্য কেন করবি? এদেশের মানুষ জেনে গেছে, যেটার দাম একবার বাড়ে সেটা আর কমে না।

গতপরশু গাজীপুর কোনাবাড়িতে পুলিশ আর গার্মেন্টস কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল দেখলাম প্রতিটি গার্মেন্টেসের সামনে পুলিশ মোতায়ন করা হয়েছে। আজ পুলিশ ও গার্মেন্টস কর্মীদের মধ্যে ইট-পাটকেল ও টিয়ারসেল ছুড়াছুড়ি হচ্ছে।

সরকার এই সামান্য গার্মেন্টস কর্মীদেরকেই ছাড় দিচ্ছে না, সামান্য গন্ডগোলের লক্ষ্মণ দেখে। বিএনপি এখানে আশা করছে, সরকার তাদের জন্য লাল গালিচা বিছিয়ে দেবে, বিদ্রোহের জন্য। তারা অতি আরামে হেটে গিয়ে সরকার কে ফেলে দিয়ে গদিতে বসবেন, আর সরকার তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিবে।

এতটা ছেলেমানুষী কেউ হতে পারে! যারা স্বপ্ন দেখছেন বিএনপি এসে এই জালিমের জাহান্নাম থেকে দেশের মানুষকে উদ্ধার করবে, তারা শুয়ে পড়ুন। গোফে তেল দেবার কোন প্রয়োজন নেই, গাছে এখনো কাঠালের মুচিও আসেনি। আসবেও না।

আমি আওয়ামীলীগের হাতেই সবকিছু ছেড়ে দিয়েছি৷ তারা মারলেই মরি, বাঁচালেই বাঁচি। জাহান্নামে ও তো আমাদের অনন্তকাল বেঁচে থাকতে হবে, অজস্রবার মরতে হবে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫৪

শেরজা তপন বলেছেন: কথা খারাপ বলেননি কিছু কথা আমার পছন্দ হৈসে!
বিশেষ করে ওই লাইনটা এই যে 'তোরা দ্রব্যমূল্য বেড়ে গেলে হ্রাসের আন্দোলন কর'

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

পাজী-পোলা বলেছেন: এরা জেনে গেছে, যেটার দাম বাড়ে সেটা আর কমে না। ওদের ও বেতন বেড়ে গেলে আর কমবে না।

২| ২৬ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

কামাল১৮ বলেছেন: সরকার বিদায় নিলে বিএনপির সরকার হবার সুযোগ নাই।অন্য কেউ সরকার হবে।তার পর কয়েক বছর পর ভোট হবে।সেই ভোটে যে দল জিতবে তারা সরকার গঠন করবে।লঙ্কা অনেক দুর।
সরকারের পতন হলে কে সরকার গঠন করবে কেউ জানে না।

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

পাজী-পোলা বলেছেন: সেটাই তো আমিও বলছি, অথচো ওরা কেন বারবার শুধু বিএনপিকে টানে?

৩| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: নুন্যতম বেতন ২০ হজার টাকা করা উচিৎ, দ্রব্যমূল্যের দাম একবার বেড়ে গেলে আর কমে না।

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৪২

পাজী-পোলা বলেছেন: কিন্তু আমাদের গার্মেন্টস তো চলে মজুরি কম, এই কারণে।

৪| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ৯:১৪

কাঁউটাল বলেছেন: বালু চরের মেলায়, কুকি চিনের খেলায়

৫| ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে মানুষের শান্তি থাকে না। যারা দেশ পরিচালনা করেন তাদেরও শান্তি থাকে না।

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৩

পাজী-পোলা বলেছেন: অশান্তিটাই কি নিয়ম মেনে ভুগতে হবে? নিরসনের চেষ্টা করবে না? প্রধানমন্ত্রী সাংবাদিকদের আবাসন ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দিলেন। তিনি ভূর্তকি দিয়ে তো বাজারমূল্য নিয়ন্ত্রণ করতে পারতেন। উন্নয়নের মাইলফলক না ছুঁয়ে, মানুষের পেটে খাবার পৌছানোর রাস্তা তৈরী করতে পারতেন।

৬| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৬

নিমো বলেছেন: আপনার কি মনে হয়, বতর্মানে তারা যে বেতন পান তা আসলে তাদের জীবন-যাপনের জন্য সঠিক ?

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৪

পাজী-পোলা বলেছেন: সেটাই তো বলছি, বাজার নিয়ন্ত্রণ হলে তো আর কোন সমস্যা না। আমাদের গার্মেন্টস চলে মজুরি কমের কারণে, বেশী দাম দিয়ে তারা আর আমাদের থেকে নিবে কেন?

আফ্রিকায় লেবার কস্ট আরও কম। দেখেন গার্মেন্টস সেক্টর ঐদিকে ধাবিত হয় নাকি।

৭| ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫০

ধুলো মেঘ বলেছেন: গার্মেন্টস কর্মীরা কি মানুষ না ছাগল? ওদের বেতন কয় দফায় বাড়ানো হয়েছে? আবারো যদি বাড়ায়, তাদের অবস্থার কন উন্নতি হবে? গার্মেন্টসের রেভিনিউ তো বাড়েনি। ২০১৪ সালে একটা টিশার্ট আড়াই ডলারে বিক্রি হত, এখনও তাই হচ্ছে, বা আরও কমে গেছে। অতিরিক্ত মজুরি মালিকেরা কোত্থেকে দেবে?

তাছাড়া বেতন বাড়লে দ্রব্যমূল্যের দামও তো পাল্লা দিয়ে বাড়বে। তখন কি আবার আন্দোলন করবে? এভাবে চলবে?

গার্মেন্টসের ব্যবসায় ইতিমধ্যে লাল বাতি জ্বলা শুরু হয়েছে। সবার উচিৎ এখন সহনশীল আচরণ করা।

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৫

পাজী-পোলা বলেছেন: সেটাই তো বুঝতে পারতেছে না। চাকরি না থাকলে বেশী বেতন পাবি কোথায়?

৮| ২৭ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৩৩

শিশির খান ১৪ বলেছেন: বর্তমানে সর্বনিম্ন বেতন ৮০০০ টাকা আর গার্মেন্টস এর শ্রমিক নেতারা চায় ২০০০০ টাকা।দুই পক্ষের মাঝে এতো পার্থক্য হইলে আলাপ কেমনে আগাবে। আমার মনে হয় শেষ পর্যন্ত ১২০০০ টাকা নির্ধারিত হবে।মূল সমস্যা বাংলাদেশ ব্যাংক গত বছর প্রচুর টাকা ছাপাইছে ফলে টাকা এখন তেজপাতা হওয়া গেছে। এটাই দ্রব্য মূল্যের উদ্ধগতির মূল কারণ। বেতন আর কত বাড়বে এতে সমস্যা সমাধান হবে বলে মনে হয় না। একটা বিষয় আমরা অনেকেই ভুলে যাচ্ছি এখনো ডলার এর মূল্য কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করছে। সম্ভবত নির্বাচনের পর ডলার এর মূল্য বাজার দর এর উপর ছেরে দেওয়া হবে তখন আবার বাজারে দ্রব্য মূল্যের উর্ধগতি দেখা যাবে।

০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

পাজী-পোলা বলেছেন: যেখানে হাত দেওয়ার কথা সেখানে কেউ হাত দিচ্ছে না। সবাই সাময়িক সমাধান খুঁজছে, চিরস্থায়ী বন্দোবস্তের কথা কেউ ভাবছে না।

৯| ০৩ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:১০

নিমো বলেছেন: লেখক বলেছেন: সেটাই তো বলছি, বাজার নিয়ন্ত্রণ হলে তো আর কোন সমস্যা না।
এর চেয়েও বেশি জরুরি প্রতিষ্ঠানগুলি এমন জায়গায় স্থাপন করা যাতে স্থানীয়রা সেখানে শ্রম দিতে পারে। তাহলে খরচ ব্যাপারটা সামঞ্জস্যপূর্ণ হবে। এক জায়গার মানুষকে অন্য জায়গায় গিয়ে শ্রম দেয়ার মানেই হল খরচ বৃদ্ধি পাওয়া। শ্রমিকদের কথা বাদ দিন। তথাকথিত অবিচার হিসাবে যারা চাকুরি করছেন এবং ঢাকায় ভাড়া বাড়িতএ থাকেন, তাদের বেতনের মূল অংশই চলে যায় বাড়ি ভাড়ায়। ভাবুনতো উনি যদি নিজ এলাকায় কর্ম সংস্থান করতে পারতেন, কতই না ভালো হত। দেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মত আরও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা দরকার, তাহলে স্থানীয় পর্যায়ে কর্ম সংস্থান হবে, ঢাকায় চাপ কমবে, খরচ সাশ্রয়ী হওয়ায় মানুষও ভালো থাকার সুযোগ পাবে।

লেখক বলেছেন:আমাদের গার্মেন্টস চলে মজুরি কমের কারণে, বেশী দাম দিয়ে তারা আর আমাদের থেকে নিবে কেন?

প্রয়োজন ন্যায্য মজুরি ও দাম। কম-বেশি নয়।

লেখক বলেছেন:আফ্রিকায় লেবার কস্ট আরও কম। দেখেন গার্মেন্টস সেক্টর ঐদিকে ধাবিত হয় নাকি।
পুঁজিবাদের একটা বড় সমস্যা মুনাফার মাত্রা, তাই হতেও পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.