নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

বই : গণকবিতাতন্ত্রী বাংলাদেশ থেকে একটা কবিতা

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

কবিটাকে বলে সবে— হবি নিরপেক্ষ;
ফুল-ফল, লতা-পাতা— এই তোর লেখ্য।
দুই দিকে হাওয়া দিলে হবে ভারসাম্য,
কবি হবে ঘিলুহীন— এইটাই কাম্য।

জ্বলেপুড়ে কেউ বলে— তুই, শালা, কবি না;
দেড় লাইন লিখলেই সে তো মধু-রবি না।
উঁচু হেঁকে ডেকে বলে পেশাদার নিন্দুক—
কেন, ব্যাটা, বই ছাপো? লিখে ভরো সিন্দুক।

দুই জোড়া চোখ, তবু, কেউ-কেউ অন্ধ;
হেরে গিয়ে হেঁকে বলে— তোর গুয়ে গন্ধ!
কেউ বলে— দালালিতে পাস কত মাইনে?
কেউ বলে— ভরে দেবো আইসিটি আইনে।

কবিতার ডানে-বামে ডান-বাম যুদ্ধ,
সরকারও করে দেয় মুখবই রুদ্ধ।
অ্যাকাডেমি-পুলিশের খুব কড়া নির্দেশ—
'ছাড়িয়ো না সীমারেখা', আহা মোর বীর দেশ!
কড়া করে ধমকায়, যারা খুব নামদার;
কেউ এসে গর্দানে কোপ দেয় রামদার।
চাপাতির তিন কোপে ভবলীলা পণ্ড;
কল্লাটা চাও যদি, ভাঙো মেরুদণ্ড।

বন্ধুরা বলে দেয়— আর ঝুঁকি নিস নে;
মরতেই চাস যদি, এই ধর, বিষ নে!
বালিকাও বাণী দেয়— শুনে রাখো, বলি যা;
ফের যদি লেখো তুমি, খাও মোর কলিজা।
ঘর ছাড়, নচ্ছার— বাপ-মার হুমকি;
জীবনের জাঁতাকলে চোখে আসে ঘুম কি?

এই ছড়াটির দুই ধরনের সমাপ্তি আছে। যার যেটা পছন্দ, তিনি সেটা ভেবে নিতে পারেন :

১.
হররোজ ভুলে যাই নিজ প্রতিবিম্ব;
বলে দে রে, ভগবান— লিখি কোন ডিম্ব!
২.
হীরকের দেশে এলো কী যে কলিকালটা;
বলে দে রে, ভগবান— লিখি কোন বালটা!

১১ ডিসেম্বর ২০১৫
আখতারুজ্জামান আজাদ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৪

বাকপ্রবাস বলেছেন: ওনার লেখা আরো ভাল হয়, এটা তুলনামূলক একটু কম ভাল লেগেছে।

২| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: পড়েছি

৩| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: সস্তা লেখা। জাস্ট বিরক্তিকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.