নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
শহর জুড়ে অশুভ ছায়া
নষ্টামির ভীরে অবৈধ ভালোবাসা।
হুডতোলা রিক্সায় ঘেঁষাঘেঁষি
নরম আলোয় দামী রাস্তোরায় হতাহাতি
প্রাইভেট সি এন জি তে চাপাচাপি
মিথ্যা প্রতিসূতিতে জোরাজুরি।
লিটনের ফ্ল্যাটে, খোলা পার্কে
রাস্তার ধারে ফুটপাতে,জ্যাম ঠেলা বাসে
চিপা গলিতে, উন্মুক্ত রাজ...
তোমার বুকেও ঝড় উঠুক
তুমুল আবেদন কেউ ফিরিয়ে দিক
তোমার চোখও জলে ভিজুক
কারো পথ চেয়ে তীব্র হাহাকার জাগুক
ওই অধর অবহেলায় পুড়ুক
কারো স্পর্শ পেতে কাতর হোক
তোমার ঠোটও শুষ্ক হোক
চুমুর পিপাসায় রুক্ষ হোক।
হ্যা অভিশাপই...
জানালার শিকগলে এক টুকরো রোদ ঢুকেছে আমার ঘরে
অথচ প্রবেশ দ্বারেই লিখে রেখেছে "নিষিদ্ধ ভূমি"
এখানে বীজের অঙ্কুরোদগম হয় না
এখানে মুক্ত নিশ্বাসের উপর নিষেধাক্কা
তবুও একদল পাগলা হাওয়া কোন ফাকে যেন ডুকে পড়ে
দলছুট...
একদিন আমিও জীবিত ছিলাম
এই মৃতদের শহরে
মাতালের আসরে জানিয়েছিলাম
সৃষ্টির নেশায় বাচো
শব্দের গুদাম থেকে
ছন্দের ঝংকার তোলো
জানি কবিতা ফেরি করে
পেটের ভাত জুটেনা
কিছু অন্ধের চোখে
মিছে স্বপ্ন বোনা।
গলা ফাটায় অধিকার আদায়ের দাবি
বধির রাষ্ট দমিয়ে রাখে...
একদিন আমি ভি আই পি হব
আমার চলার পথে
তোমাকে থামিয়ে দেওয়া হবে
ঘামেডুবে তুমি ভীষণ আক্ষেপ করবে
আভিজাত্যের কাঁচ উঠিয়ে
আমি দিব্যি চলে যাবো
অবাক নয়নে তাকিয়ে থাকবে।
একদিন আমি ভি আই পি হব
আমারি মত সহস্র...
অন্ধকার বুকের ব্যথা
এই নিরব রাত জানে
চাদ আস্ত পাগল কেমন
অন্ধকারে বেড়িয়ে পরে
আলোক ছটার লক্ষ্য তারায়
রাতের আকাশটাও জ্বলছে।
চাইলেই ফিরিয়ে দিতে পারো
অপেক্ষারত দুটি চোখ
ভেঙ্গে গুরিয়ে দিতে পারো
নির্মল বিষাদের বুক।
চাইলে চলে যেতে পারো
এড়িয়ে যেতে পারো চেনা গলিপথ
মারিয়ে যেতে পারো
একটি হৃদয়ের ধ্বংসস্তুপ।
চাইলেই ফেলে দিতে পারো
পুরোনো হয়ে গেছে যা কিছু
রং চটা...
কে বলে টাকা দিয়ে সব পাওয়া যায় না
আমিতো দেখছি বিক্রয় পণ্য পুরো এই পৃথিবীটা ........।
সূর্যের কিরণ থেকে গহীন আম্যাবস্যা
সব উঠছে নিলামে
not for sellর ও একটা দাম আছে
স্বয়ং ঈশ্বরও বিক্রি হয়ে...
বিচ্ছেদের কাঁটাতার তোমার আমার মাঝে
বিষাদের মাইন পুঁতে রেখেছো সমস্ত সীমানা জুড়ে
ভুল নিঃশ্বাসে পুরছি আমি জ্বলছি বিষাদের দহনে
বিদ্রোহী এক প্রেমিক আমি তোমার প্রেমহীন রাজ্যে।
স্লোগানে মুখরিত আমার প্রেমের কাব্য গীতি
প্রতিটি ছন্দে তোমাকেই...
এই যে ভাই উঠুন, আর কত ঘুমাবেন
ঘুমেরঘোরে আর কত স্বপ্ন বুনবেন?
দেখুন, ঘন আঁধার গিলে খাচ্ছে শহরটাকে
সূর্যকে এখুনি টেনে তুলতে হবে
নতুন একটি ভোর জাগাতে হবে, চোখ খুলুন।
এই যে ভাই, আরে ও...
গর্ভনিরেধে আটকে গেছে ভালোবাসা
জন্মনিয়ন্ত্রণ পিলে মরে যাচ্ছে প্রেম।
জন্মাবার পিপাসা নিয়ে আমি পড়ে থাকি
ছুরে ফেলা নোংরা ডাস্টবিনে।
তোমরা আমার কান্না শুনতে পাওনা
শরীর জুড়ে রক্ত দেখতে পাওনা।
বিচ্ছেদে নষ্ট ভ্রন আমি
বেঁচে থাকার তীব্র হাহাকার...
দিকে দিকে রটে গেছে
চাটুকারিতার ভাত বড়েছে
তাইতো সবাই চাটতে নেমেছে
চাটাচাটিতে তীব্র স্বাদ পেয়েছে।
কেউ পা চাটছে, কেউ গাল
কেউবা উদৃত সাবালিকার ঠোট
চাটাচাটিতে সবাই ব্যস্ত
ভুলে যাচ্ছে আপন অস্তিত্ব।
তুমি প্রগতিশীল?
তোমাকে চাটতে জানতে হবে
না জানলেও শিখতে...
প্রেম করবে প্রেম?
বিষাক্ত লালায় ভরে গেছে প্রেমিকার ওষ্ঠ
ঐ নষ্ট চুম্বনে তুমি কেবল জ্বলবে, পুড়বে
নিষিদ্ধ রাতের প্রতিটি প্রহরে মরবে।
তবুও প্রেম করতে চাও!
বেহায়ার মত জিহ্বা লকলকিয়ে ছুটবে
কেশবতির বালিকার পেছনে
ভুলে যাবে ডাঙ্গর গতর...
©somewhere in net ltd.