![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
অনেক পুরনো স্বপ্ন জিইয়ে রেখেছি
স্বপ্ন বললে ভুল হবে-লালসা বলায় ভালো!
একটি কবিতার জন্ম হওয়া দেখতে চাই,
গর্ভধারিণী মায়ের মতো কি কবির ও যন্ত্রণা হয়
প্রসবকালে???
আজন্ম সখ আঁতুড় ঘরে সদ্য ভূমিষ্ঠ কবিতার,
রক্তস্নাত শরীর সভ্যতার নোংরামি মাখা,
কালো দু'হাতে ছুয়ে দেখার।
আচ্ছা, কবিতার কি বোধ থাকে?
যে আবেগ, কষ্ট আর ভালোবাসায় তাদের জন্ম হয়,
তারা কি কখনো সেটা বুঝতে পারে?
না পারলে তারা এতো জীবন্ত হয় কেনো?
ঠিক যেমন তোমার অশ্রুস্নাত চোখ দেখে
আমার মনটা অকারনে ভিজে উঠে!!!
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২
পিনিকবাজ বলেছেন: আরমান অনেক অনেক ধন্যবাদ।
২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০
বোকামন বলেছেন:
কবিতার নিয়ে বেশ ভেবেছেন, কবিতায় তারই ছোয়া !
“+”
বলায় ভালো!
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২
পিনিকবাজ বলেছেন: অনেক ভাললাগ্লো। পাশে থাকার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৩
একজন আরমান বলেছেন:

আজন্ম সখ আঁতুড় ঘরে সদ্য ভূমিষ্ঠ কবিতার,
রক্তস্নাত শরীর সভ্যতার নোংরামি মাখা,
কালো দু'হাতে ছুয়ে দেখার।
পিনিকবাজের লেখা সেরা কবিতা। আমার মতে।
প্রিয়তে।