![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
অক্লান্ত পরিশ্রমী কাঠ মিস্ত্রীর মতো
নিখুঁত খোদাই করে তৈরী করেছি
তোমার আমার সম্পর্কের সেতুবন্ধন
প্রতিটি খাঁজে খাঁজে মিশিয়ে দিয়েছি
সযত্ন কামনার ছোঁয়া!
সুশীল লাম্পট্য!
তুমি আমার প্রতারণা বুঝতে পারো না,
তাইতো তোমার পুরু ঠোটে
প্রতিনিয়ত কামনা এঁকে দেই।
প্রতিটি শিহরিত রক্ত কনিকায়
মিশিয়ে দেই পটাশিয়াম সায়ানাইড
রক্ত চোষার মতো ক্রমশ শুষে নেই
তোমার সমস্ত মৃত লোহিত কণিকা
তোমার অনাবৃত বক্ষ আমাকে উত্তেজিত করে না
যতোটা না করে তোমার মৃত রক্ত
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
পিনিকবাজ বলেছেন: আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করবোনা।
পাশে থাকার জন্য
২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬
পিনিকবাজ বলেছেন:
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩
অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর লাগলো কবিতা।
নিখুঁত, খাঁজে খাঁজে , ছোঁয়া, এঁকে , রক্ত চোষা , লোহিত -- এই বানানগুলো ঠিক করতে হবে।
এক কবিতার মাঝে এতগুলো বানান ভুল অপরাধের শামিলই বটে !!
পারোনা > পারো না
করেনা > করে না
শুভকামনা আপনার জন্য।
২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২
পিনিকবাজ বলেছেন: আসলে কবিতাটি লিখেছিলাম সেলফোন থেকে, তাই এতো ভুল।
ধন্যবাদ
৪| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১২
অপর্ণা মম্ময় বলেছেন: চন্দ্রবিন্দুর অনুপস্থিতি দেখে একবার অনুমান করেছিলাম হয়ত সেল ফোন থেকে লেখা। তবে সেল ফোনের এ বিড়ম্বনা এড়াবার উপায়ও আছে কিন্তু আমি সিস্টেম টা ভুলে গেছি। সম্পাদনা করে নেবার জন্য ধন্যবাদ।
পারোনা > পারো না --- এটা ঠিক করতে হবে এই লাইনে। ( তুমি আমার প্রতারণা বুঝতে পারোনা, )
** ক্রিয়ার সাথে না-বোধক অর্থ প্রকাশযুক্ত শব্দ থাকলে সেটা ক্রিয়ার পরে লেখারই নিয়ম।
যাবো না, খাবো না , যেও না, আসবো না -- ইত্যাদি
২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
পিনিকবাজ বলেছেন: কৃতজ্ঞতা...
অনেক জানলাম
কাজে লাগাবো।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৪
একজন আরমান বলেছেন:
কবিতার থিমটা দারুন।