![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
প্রায় সবাইকেই বলতে শুনি, ঈদে আগের মতো ভালোলাগেনা, কি জানি একটা নাই নাই অনুভূত হয়।
হ্যাঁ আমারও তাই মনে হয়। সেই ছোট বেলার মতো করে আর কখনোই ঈদ আসবেনা জানি।শুধু ঈদ কেন কোন কিছুই আসবেনা ফিরে আর।
এখন তো অবসর গুলোও কেটে যায় কেমন কর্পোরেট নিয়মে। মনের কোথাও ছোট ছোট পেরেক ঠুকে দেয়া আছে যেন উড়তে না পারে অসীমে।
বাড়ি যাওয়া হয় মাঝে মাঝে কিন্তু সবাই মিলে একই টেবিলে বসে খাওয়া হয় না বিশেষ উপলক্ষ ছাড়া। আর ঈদে সবার অফিস বন্ধ, এই সময় টুকুই একমাত্র ভালোলাগা হয়ে থাকে পরিবারের সবার সাথে থাকার।
ছোট বেলায় ঈদে দাদু বাড়ী, নানু বাড়ী যাওয়া হতো আর এখন ঈদে যাই নিজের বাড়ী
আমি হতাশ হইনা আর,যে অতীত চলে গেছে তাকে ফিরিয়েও আনতে চাই না। আমি আমার বর্তমান সময় ঘিরেই পথ চলি শুধু বুকের মাঝে একটা চিনচিনে ব্যথা অনুভব করি প্রায়শই।
কাল বাড়ি যাবো, আবার কতোদিন পরে পুরো পরিবার একসাথে। কর্পোরেট জীবনের স্যাঁতস্যেঁতে আবহাওয়া থেকে অন্তত কয়েকটা সবুজ শ্যামল দিনে ফিরে যাবো আবার।
ঈদ মোবারক সবাইকে।
০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১
পিনিকবাজ বলেছেন: ভালোলাগা নিবেন।
আপনার ও আপনার পরিবারের জন্যও অনেক শুভ কামনা রইলো।
ধন্যবাদ
২| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
অর্থনীতিবিদ বলেছেন: আপনার যাত্রা শুভ হোক। পরিবারের সকলকে নিয়ে আনন্দে ঈদ কাটিয়ে আসুন এই কামনা করছি।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯
পিনিকবাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৪
আরজু পনি বলেছেন:
আপনজনের সাথে ঈদ আনন্দময় হয়ে উঠুক।
শুভেচ্ছা রইল।।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
পিনিকবাজ বলেছেন: আপু আপনার জন্য ও অনেক শুভ কামনা।
আর মবাইল থেকে রিপ্লে দিচ্ছি তাই কেমন কমেন্ট হৈ যাইতেসে
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৪
মেংগো পিপোল বলেছেন: কর্পোরেট জীবন আমাদের অনুভুতী গুলোকে ভোতা করে দিয়েছে আজকাল। আমরা যন্ত্র হয়ে যাচ্ছি ধিরে ধিরে। সেই যন্ত্র হবার হাত থেকে বাচাতেই ঈদ আমাদের দরজায় এসে কড়া নাড়ে প্রতি বছর। আমরা সবুজে মিশে যাই বা মিশি আপন ভুবনে।
আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
পিনিকবাজ বলেছেন: সহমত।
আপনাকেও শুভেচ্ছা
৫| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮
শায়মা বলেছেন: আমার কাছে আগের মত একদম না হলেও ঈদ এখনও অনেক অনেক মজার!!!
১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩
পিনিকবাজ বলেছেন: হে হে হে
ভালোইতো!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮
বোকামন বলেছেন:
লেখাটি মন ছুঁয়ে গেল ...
হ্যাঁ চিনচিনে ব্যথা অনুভব করি প্রায়শই।
আপনার ও আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা রইলো।
ভালো থাকুন।।