![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
আমি তোমার বিজ্ঞাপিত সৌন্দর্যে মুগ্ধ নই
যে সৌন্দর্যের পলেস্তারা দিন শেষে খসে পরে!!!
অসভ্য আস্তরণ গুলো!
আমার ভালো লাগে ঈশ্বরের নিখুঁত কারুকার্য
চাঁদের মতো মোহিনী রুপ
অপলক শুষে নেয়ার আকাংখা।
[লিখতে চাইলাম কিন্তুক থেমে গেলাম ]
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১
পিনিকবাজ বলেছেন: কৃতজ্ঞতা।
ভালো থাকবেন
২| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা খুব চমৎকার হচ্ছিল। আরো লিখলে হয়ত মন্দ হতো না।
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২
পিনিকবাজ বলেছেন: আসলে চাইলেও পারছি না!
ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা
৩| ২৩ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২
আহমাদ জাদীদ বলেছেন: শেষ করেন ।
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩
পিনিকবাজ বলেছেন:
চেষ্টা করবো
ধন্যবাদ
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৬
একজন আরমান বলেছেন:
অল্প কোথায় সুন্দর একটা জিনিসের পূর্ণ প্রকাশ।
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪
পিনিকবাজ বলেছেন: আরমান কি অস্থা???
কৃতজ্ঞতা।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
আরজু পনি বলেছেন:
সৌন্দর্যের পলেস্তারা...দারুণ বলেছেন !
আর লিখলেন না যে !
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
পিনিকবাজ বলেছেন: স্যরি।
অনেক দিন পর লগইন হলুম।
লিখবো অনেক লিখবো
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯
বেকার যুবক বলেছেন: ভালো জিনিস বেশি না লিখলেও চলে। যা লিখেছেন তাই অসাধারণ। শব্দের গাথুনি দারুন, দারুন।
এমন লেখা আরো চাই।