![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
দীর্ঘ পাশাপাশি পথটায় যখন অবিশ্বাসী ঘাতকেরা বাসা বাঁধে
তখন আমাদের সুপরিচিত ভালোবাসারা,
যাযাবর হয়ে যায়, হয়ে যায় বেদূইন উন্মাদ
বুনে চলা পথটা, পথের বাঁকেই খেই হারিয়ে পরে থাকে
নি:শব্দ মৃত:প্রায়
দীর্ঘ গ্রহণের মতো রাত্রি এসে,
চেপে ধরে তার বায়বীয় ভালোবাসা
আহারে বেচারা কতোকাল ছুটে চলেনা!!!
দুষ্ট কাঠবিড়ালীর সাথে,
দেখেনা দুরন্ত মাছ শিকারী কৈশোর
অথবা একটি কিশোরী চাতক
©somewhere in net ltd.