নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হালুম !

গন্তব্য দিগ্বলয়ে। ... এই বদ্ধ শহর থেকে অনেক দূরে।

রক্তাক্ত পিপীলিকা

অনিয়মিত ।

রক্তাক্ত পিপীলিকা › বিস্তারিত পোস্টঃ

মনসুর বয়াতি [প্রয়োজনে জীবত লাশ দাফন]

২১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৯

মনসুর বয়াতি। সাধারনত বাঁশি, কাম্মাক, ব্যঞ্জো, খঞ্জনী ইত্যাদি ব্যবহার করে যারা বাউল, জারি, সারি গান বা লোক সঙ্গীত গেয়ে থাকেন তাদের বয়াতি বলা হয়। কিন্তু গানের সাথে মনসুর বয়াতির কোন সম্পর্ক নাই। হয়ত দাদা, পর দাদা গান করতেন।

মনসুর কবর খুড়ে। প্রতিটা কবর খুড়ার জন্য ২০০ টাকা করে পায়। আজকাল মানুষ মরে কম। মনসুরের কবর খুড়া বন্ধ। অনাহারে অর্ধাহারে দিন কাটায়। একা মানুষ, তাই কষ্ট কিছুটা কম। সে মাঝে মাঝে ভাবত বিয়ে না করে একটা বড় ভূল করে ফেলেছে। রাত গভীর হলে যখন বন্ধুর ঘর থেকে শব্দ ভেসে আসত, তখন বেশ আফশোস হত মনসুরের। কিন্তু এখন ভাবে যা হয়েছে, ভালই হয়েছে।

বউ থাকলে বাচ্চা থাকত। বাচ্চা থাকার মানেই তাঁদের লালন-পালন। তাঁদের খাওয়ানো, পারানো, সুনাগরিকতার সার্টিফিকেট সন্তানদের হাতে তুলে দেওয়ার জন্য স্কুলে ভর্তি করানো...কত কাজ !!! এত কাজ কে করবে? নিজেই দু মুঠো ভাত খেতে পারে না, আর বাচ্চা লালন-পালন। এগুলো ভাবতে ভাবতে হঠাত বেশ ক্ষুধা পায় মনসুরের। কিন্তু খাবার কোথায় পাবে?

মানুষ মরে না। কবর খুড়া হয় না। টাকা পায় না। এমন সময় দেশ মাতা, দেশ নেত্রী গণ আওয়াজ দিলেন।
- মনসুর, তোরা আমাদের ভোট দিয়ে ক্ষমতা দিস। আর তোরা না খেয়ে থাকবি, এটা কি হয়? চিন্তা করিস না... আজ থেকেই মানুষ মারা শুরু হবে।

... শুরু হল মানুষ মারা।

মনসুরের আনন্দ দেখার মত। এখন অ্যাপয়মেন্ট নিয়ে মনসুর বয়াতিকে দিয়ে কবর খুড়াতে হয়। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সে। তার পকেটে অনেক টাকা জমেছে। টাকা ব্যাংকে জমানোও শুরু করে দিয়েছে। আর কয়টা দিন এভাবে মানুষ মরতে থাকলে, মনসুরের নাম ধনী ব্যক্তিদের তালিকায় উঠে আসবে...


মাগুরায় ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, দগ্ধ ৯

পুনশ্চঃ আলোচনা হবে না, আ.লীগের আলোচনায় সিদ্ধান্ত। অবরোধ চলবে, বিএনপি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

ক্লান্ত তীর্থ বলেছেন: ভাল বলেছেন :)

২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৬:০৫

রক্তাক্ত পিপীলিকা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.