নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হালুম !

গন্তব্য দিগ্বলয়ে। ... এই বদ্ধ শহর থেকে অনেক দূরে।

রক্তাক্ত পিপীলিকা

অনিয়মিত ।

রক্তাক্ত পিপীলিকা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন দেশে উৎসবহীন, শব্দহীন, বিচারহীন!!!

১৪ ই মে, ২০১৫ রাত ৮:৩৪

১৯৯৯, ৩১ ডিসেম্বর ...

স্থানঃ টিএসসি, সময়ঃ মধ্য রাত (অন্ধকার)
ইংরেজি নববর্ষ উদযাপনের সময় বাধন নামের এক নারী প্রকাশ্যে যৌন হয়রানির শিকার হয়েছিলেন।
আক্রমণকারী হায়নার সংখ্যাঃ তিন বা তাঁর অধিক (মামলায় তিনজনের নামে ছিল, প্রধান আসমী রাসেল)
মামলাঃ এক
পরিশেষঃ লিখালিখা, বিচার/মৃত্যুদণ্ড দাবী এবং মামলার এগার বছর তিন আসামীর সবাই খালাস। ভোক্তভোগী নিজেই সাক্ষ্য দেন নি। ভোক্তভোগী প্রবাস জীবনে আছেন।

২০১৫, ১৪ এপ্রিল ...

স্থানঃ টিএসসি, সময়ঃ শেষ বিকেল (আলো)
বাংলা নববর্ষ উদযাপনের সময় নাম না জানা একাধিকা নারী প্রকাশ্যে যৌন হয়রানির হয়েছিলেন।
আক্রমণকারী হায়নার সংখ্যাঃ ত্রিশ/চল্লিশ জনের গ্রুপ
মামলাঃ এক
পরিশেষঃ লিখালিখি, বিচার/মৃত্যুদণ্ড দাবী এবং একজনও আটক হয় নি। ভোক্তভোগীরা নিজেদের আড়াল করেছেন। যারা প্রতিবাদ করেছেন, তাদের কেউ কেউ হয়েছেন নিগৃহিত আবার কেউ কেউ উপহাসিত।

স্থান বদলায় নি। তবে সময় পাল্টেছে। অন্ধকার থেকে আলোতে, ইংরেজি নববর্ষ থেকে বাংলা, এক থেকে একাধিক আক্রমণকারী, ভোক্তভোগীর সংখ্যাও বেড়েছে। শুধু দৈনিক পত্রিকার পাতায়, ‘যৌন নির্যাতনকারীদের আটক কিংবা বিভিন্ন মেয়াদে সাজা’ এমন একটা খবর আর পড়া হল না।

ঢাবির এই টিএসসি চত্বরটি অনেকের কাছেই অভিশপ্ত। স্থানটি বহু অঘটনের সাক্ষী। কিন্তু আমরা লজ্জিত আজও ঐ টিএসসিতে ঘটা কোন অঘটনের সুষ্টু বিচারের সাক্ষী হতে না পেরে। আমরা লজ্জিত বিচারহীনতায়। রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে। কত গর্ব করে আমরা বলি, শুনাই ৭১ এর কাহিনী! কিন্তু এই স্বাধীন দেশের মাটিতেই শুধু রাজনৈতিক প্রটেকশন থাকার কারণে কেউ পার পেয়ে যাবে? বিচার হবে না?

ভোক্তভোগী কাদে, নিজেকে আড়াল করে। অপরাধ যেন অপরাধীর নয়, যিনি হায়নার লিপ্সার শিকার সব দোষ তাঁর! স্বাধীন দেশে উৎসবহীন, শব্দহীন, বিচারহীন!!! তাই শেষান্নে আশার গুড়ে বালি দিয়ে বলতেই হয় - প্রতিবাদ অর্থহীন, প্রতিরোধ কাম্য। আইন নিজের হাতে তুলে নিলে, যদি নিজেকে রক্ষা করা যায় - তবে মানুষ একদিন তাই করবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ রাত ৩:০৬

মোহাম্মদ জামিল বলেছেন: এজন মানুষের বানর, শুয়োরের ভুমিকায় ফিরে যাওয়া.........

২| ১৫ ই মে, ২০১৫ রাত ৩:১৪

মোহাম্মদ জামিল বলেছেন: এজন মানুষের বানর, শুয়োরের ভুমিকায় ফিরে যাওয়া.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.