নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি রঙিন বিষবৃক্ষ।

আরাফ প্রীতি

গড়পড়তার বাঙালি।

আরাফ প্রীতি › বিস্তারিত পোস্টঃ

আমাদের গল্প\'রা দুঃখ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

মানুষ যতটা না গল্প শুনতে পছন্দ করে, তারও বেশি পছন্দ করে গল্প বলতে।
একদল গল্প শোনায়, আর এক দল শুনে যায়। যারা শুনে যায়, তারাও আবার মনোযোগী শ্রোতা পেলে হয়ে যায় বক্তা।
আল্টেমেলটি সবাই বলতে চায়।

অথচ শোনার মানুষের চেয়ে শোনানোর মানুষের সংখ্যা বেশি।

সুখের গল্প, দুঃখের গল্প, হাসির গল্প, কান্নার গল্প, লাল নীল সাদা কিংবা কালো গল্প! শহুরে কিংবা শহরতলীর গল্প। গ্রাম কিংবা নগরের গল্প। আকাশ, ফুল, পাখি কিংবা মানুষের গল্প!
গল্পগুলোর মধ্যে একটা জিনিস কিন্তু প্রায় ই কমন থাকে! দুঃখ!!



"এক ছিলো রাজা। এক ছিলো রানী। তাদের এক ফুটফুটে কন্যা হলো! এক রাজপুত্রের সাথে ধুমধাম করে রাজকন্যার বিয়ে হলো! গল্প ফুরোলো!"

বেশিরভাগই বলবে, এটা তো লাইফ চেইন! গল্প তো না!
গল্পের জন্য এখন একটা রাক্ষস দরকার হয়! রাজকন্যাকে রাক্ষস তুলে নিয়ে যায় আর উদ্ধার করে আনে রাজপুত্র! বন্ধুত্ব হয়, ভাব হয়, ভালোবাসা হয় আর তারপর হয় বিয়ে!

আমাদের জীবনের এই রাক্ষস টা হলো দুঃখ!

ইনিয়েবিনিয়ে দুঃখ না থাকলে, চোখের কোণে জল না আসলে গল্পেরা পূর্ণতার অভাবে ভোগে!
একটা সুখী সুন্দর গল্পের পেছনেও থাকে একটা দুঃখী নির্মম গল্প।

"আমার একটি গল্প আছে"। মানে হলো "আমার জমানো কিছু দুঃখ আছে"।

ঠিক যেনো একে অপরের পরিপুরক।
ভালো গল্পকার হতে হলে দুঃখ ছুঁতে হয়, ছুঁয়ে দেখা দুঃখগুলো বিলিয়ে দিতে হবে। আবার ভালো শ্রোতা হতে হলেও বিলিয়ে দেওয়া দুঃখগুলো ছুঁয়ে দিতে পারতে হয়।

কখনো কখনো ছোঁয়াছুঁয়ি খেলা খেলতে গিয়ে আরো একটা নতুন গল্প তৈরি হয়।
একে অপরের দুঃখ ছুঁয়ে দিতে পারা মানসিক সম্পর্কের গল্প।
দুঃখের গল্পভিত্তিক সুখের গল্প।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৯ রাত ৮:৪৭

পবিত্র হোসাইন বলেছেন: আপনি ভালো লিখেছেন।
আরো বেশি বেশি লিখুন।
-শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.