নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ তোমায় ভালবাসি...।

চুরমার

চুরমার করে দেব অন্যায়, অবিচার ও কুসংস্কার

চুরমার › বিস্তারিত পোস্টঃ

শুধু জামাত শিবির নয়, সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে... ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

আজ কয়েকটি পত্রিকা পড়ে হতাশ হলাম। জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হবেনা তবে বিচার হবে। কি বিচার হবে, কিভাবে বিচার হবে আর কেই বা করবে এই বিচার? ১৯৭১ সালে যে প্রতিজ্ঞা নিয়ে যুদ্ধ হয়েছে তা ছিল "মুক্ত যুদ্ধ", ধর্মান্ধতার বিরুদ্ধে যুদ্ধ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ। শুধু স্বাধীনতা যুদ্ধ নয়, এটা ছিল সামগ্রিক মুক্তির যুদ্ধ। অর্থনৈতিক মুক্তি, সাম্প্রদায়িকতা থে মুক্তি, জঙ্গিবাদ থেকে মুক্তি, মৌলবাদ থেকে মুক্তি ইত্যাদি। দেশ স্বাধীন হয়েছে বটেই কিন্তু মুক্তি হয়নি। স্বাধীন হয়েছে সবার জন্য, ঐসব মৌলবাদদের জন্য যে দেশটা "স্বাধীন চারনশালা"। এ স্বাধীনতা বাঙালি জাতী চায়নি।। স্বাধীনতার ৪২ বছর পরেও আমরা মুক্ত হতে পারিনি।



বাংলাদেশ সব ধর্মের মানুষেরই দেশ। সেখানে রাষ্ট্র ধর্ম বলে কিছু থাকার কথা নয়। স্বাধীনতার পর সংবিধানে এটা ছিলনা। পরবর্তীতে ক্ষমতার পালাবদলে নিজের স্বার্থে বিভিন্ন দল বিভিন্ন ভাবে সংবিধানকে পরিবর্তন করেছেন। সংবিধান তো কোন পাঠ্যবই নয়, যখন তখন নিজের স্বার্থে পরিবর্তন করা যাবে। কিন্তু দুখের বিষয় আমাদের দেশের রাজনৈতিকরা এটা করেছেন, নিজের স্বার্থে ব্যবহার করছেন। যে সংবিধানের শুরুতে "বিসমিল্লাহির রাহমানির রাহিম" কিন্তু ইসলামিক আইনও নেই সংবিধানে। তাহলে কেনই বা রাষ্ট্র ধর্ম "ইসলাম" রাখা হলো, সংবিধানের শুরুতেই বা কেন "বিসমিল্লাহির রাহমানির রাহিম" দিয়ে শুরু করা হলো। রাজনৈতিকরা আবার কেনই বা ধর্মনিরপেক্ষতা নিয়ে গলা ফাটাচ্ছেন। বিষয়টা এমন যে নিজের ভাঙ্গা ঢোল নিজেই বাজাচ্ছেন।



সব ধর্মের মানুষের দেশ বাংলাদেশ। এখানে যে যার ধর্ম নিজের মতো করে পালন করবে এটাই কাম্য। সব কিছুর ঊর্ধ্বে মানব ধর্ম। মানবিকতা না থকলে মানুষ হওয়া যায়না, আর মানুষ না হলে তার আবার ধর্ম কিসের। ধর্মান্ধ হয়ে, ধর্মের নামে ব্যবসা করতে গিয়ে যারা মানুষ খুন করে, রগ কাটা, দেশের সম্পদ নষ্ট করে তাদের আবার ধর্ম কিসের?? এরা ধর্ম রক্ষা নয়, ধর্মের নামে ধর্মের গায়ে কালিমা লেপন করছে। সম্প্রতি দাবি উঠেছে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সরকারও এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে আবার তালবাহানাও করছে। কিন্তু জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হবে ?? হবেনা ...... ধর্ম নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে, ব্যবসা করতে না পারে এজন্য যথাযথ আইন করে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে। তা না হলে একটি দল নিষিদ্ধ করলে তারা আবার অন্য নামে একই ধরনের কার্যক্রম শুরু করবে। এক্ষেত্রে সরকারের কিছুই করার থাকবেনা। তাই দাবি তুলুন--



"সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে, ধর্ম নিয়ে রাজনীতি নয়"

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

মো ঃ আবু সাঈদ বলেছেন: সব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে, শুধু যারা নিরপক্ষ তাদের টা ছাড়া।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

সালমা শারমিন বলেছেন: আপনার শিরনামটা দেখেই আর লিখাটা পড়ার প্রয়োজন বোধ করলাম না। দেশে যদি অধর্ম নিয়ে রাজনীতি হয়, তাহলে ধর্ম নিয়েও রাজনীতি হবে। আমি বলছি না সেটা জামায়েত শিবির এর মাধ্যমে। ধর্ম নিয়ে ব্যবসা নয় কথাটা মেনে নিলাম। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি নয়, এটা ঠিক বলেন নি। আমার মনে হয়, আপনি রাজনীতি আর ব্যবসাকে একই ক্যাটাগরীতে ফেলে দিছেন। যেহেতু আপনারা সকল ন্যায়ের পক্ষে পথা বলছেন বলেই মনে করি, আশা করি রাজনীতি আর ব্যবসাকে এক করে ফেলার নীতিটা থেকেও সরে আসবেন।
আর একটা কথা আপনার লিখা থেকে বোঝা যায় আপনি মনে করছেন রাস্ট্র ধর্ম ইসলাম থাকা মানে অন্য সবাই বন্চিত হওয়া।আপনি কি দেখেছেন বাংলাদেশে কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহন করার জন্য বাধ্য করেছে? বরং আমি দেখেছি আমার চেয়ে অন্য ধর্মের লোকেরা বেশি সুযোগ সুবিধা পেতে।
১৯৫২ তে রাস্ঠ্র ভাষা বাংলার জন্য আন্দলোন হয়নি? কেন?কারন এ দেশে বেশির ভাগ লোকের ভাষা ছিল বাংলা।এটা নির্ধারিত হয়েছে ম্যাজরিটির মাধ্যমে।রাস্ঠ্রের যদি ভাষা থাকটে পারে তো ধর্ম থাকতে দোষ কোথায়? আর সেটা যদি নির্ধারিত হয় সংখ্যাগরিস্ঠতার মাধ্যম ।আপনি কি মনে করেন, এই দেশ যদি ধর্ম নিরপেক্ষ হয় তাহলে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত হবে?এটা হবে শুধু কাগজে কলমে। যেমন হয়েছে শান্তি চুক্তি। এটা হতে পারে শুধু মানসিকতা পরিবর্তনের মাধ্যমে। যদিও আমি মনে করি না, বাংলার মাটিতে কেউ অন্য ধর্মে অনুসারি হওয়ার কারনে অত্যাচারিত হয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

চুরমার বলেছেন: ধর্ম কখনো হানাহানি, মারামারি, খুন, গুম, দুর্নীতি করতে বলেনা।। এমন একটি রাজনৈতিক দল এর নাম বলুন যে দল এসব থেকে বিরত...

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

মরুবিজয় বলেছেন: নিষিদ্ধ করতে হবে

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

এম.ডি জামান বলেছেন: আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ইসলাম কে পরিপূর্ন জীবন বিধান হিসাবে মানেন। রাজনীতি তো জীবন বিধানের একটা অংশ তাহলে রাজনীতি থেকে কিভাবে ইসলাম কে আলাদা করবেন।
বাংলাদেশে হয়তো সঠিক ইসলাম পন্থি রাজনৈতিক দল এখনো গড়ে উঠেনি, কিন্তু ভবিষ্যতে যে হবেনা তাতো না।
আর যদি সাম্প্রদায়িক সম্প্রতি কথার বলেন তাহলে ইসলামের অনুশাষন সঠিক ভাবে মেনে চলুন কারন এর চেয়ে বড় সম্প্রতির কথা অন্য কোন ধর্মে বা মানব রচিত কোন বিধানে নাই।
ইসলামে প্রতিবেশির হক নিয়ে যে বিধান শুধুমাত্র তা পালন করলে সমাজে আর কোন সাম্প্রদায়িক অশান্তি থাকতে পারেন।

অতএব দলের বিরুদ্ধে কথা বলুন, দয়া করে ধর্মের বিরুদ্ধে কথা বলে ক্যাচাল লাগাবেননা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

চুরমার বলেছেন: আমি মুসলিম, আমার বাবা-মা ও মুসলিম। নামাজ পরি, রোজাও রাখি। জীবন বিধান কোন কোন ক্ষেত্রে এক আর কোন কোন ক্ষেত্রে এক নয় এটা আগে ভাবুন... ১০% ক্ষেত্রেও মিল পাবেন না। আর বাংলাদেশের সংবিধান কিন্তু আল-কোরআন কে ১০০% ফলো করেনা। যদি আল-কোরান দেশের সংবিধান হত তাহলেও দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতো না। যেমন সোদি আরবে কোন ধর্মভিত্তিক দল নেই। ওখানে দেশের শাসন ব্যবস্থাই ইসলামি। আমাদের দেশে কিন্তু তা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.