নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ তোমায় ভালবাসি...।

চুরমার

চুরমার করে দেব অন্যায়, অবিচার ও কুসংস্কার

চুরমার › বিস্তারিত পোস্টঃ

প্রতি কিলোবাইট ২ পয়সা, দিন দুপুরে ডাকাতি

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

অনেকেই কোনরকম প্যাকেজ না কিনে "পে পার ইউজ" ২ পয়সা/কিলোবাইট হিসাবে ব্যবহার করেন। কেউ ইচ্ছাকৃত কেউবা অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করে। আমি ডুয়েল সিম সেট ব্যবহার করি, মার সিম ১ এ ডাটা কেনা ছিল। কিন্তু ভুলক্রমে আমি সিম ২ ডাটা কানেক্টিভটি একটিভ করে ১ দিন ব্যবহার করি। ১ দিনে আমার পোস্ট পেইড সিমে ইন্টারনেট বিল আসে ২৩৯ টাকা।



পে পার ইউজ এর ছোট্ট হিসাব



১ কিলোবাইট =২ পয়সা

১ মেগাবাইট = ১০২৪* ০.০২ = ২০.৪৮ টাকা

১ গিগাবাইটের মূল্য = ২০.৪৮ * ১০২৪ = ২০৯৭১ টাকা



মোবাইল অপারেটররা প্রতি গিগাবাইট ডাটা কেনে ১৫ টাকারও কমে।



১ গিগাবাইট ডাটায় লাভ করে = ২০,৯৫৬ টাকা

একে ডাকাতি নয়তো কি বলবেন??



আবার যদি বড় প্যাকেজও কেনেন তাহলে ১ গিগাবাইট ডাটা আপনাকে কিনতে হবে ৩০০ টাকায়।

অপারেটরের লাভ = ৩০০-১৫= ২৮৫ টাকা।



যখন ১ মেগাবিট/সেকেন্ড ডাটা সরকার ৩০,০০০ টাকায় বিক্রি করতো তখনও একই রেট ছিল। এখন ১ মেগাবিট/সেকেন্ড ডাটা সরকার মাত্র ৪,৮০০ টাকায় বিক্রি করে। কিন্তু মোবাইলফোন অপারেটররা কমায়নি ১ টাকাও।



দিন দুপুরে এই ডাকাতি রোধ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মোঃ জুম্মা বলেছেন: সত্য । গ্রামীনের একটা মারাত্মক সমস্যা ধরুন আপনার মেয়াদ শেষ হবার কথা ২৬ তারিখে মানে ২৫ তারিখ রাত ১১।৫৯ মিনিটে। আপনার একউন্টে ১০০ মেগা এখনও বাকি ভাবছেন আপনি শেষ দিনে কিছু ডাউনলোড করবেন। কিন্তু দেখতে পেলেন ২৪ তারিখ রাত ১১।৫৯ থেকে আপনি আর কোন ভাবেই কানেকশন পাচ্ছেন না। এটা আমার বাস্তব অবিজ্ঞতা ।

২| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

লেখাজোকা শামীম বলেছেন: হাই কোর্টে একটা রিট করলে কাজ হবে না ?

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

চুরমার বলেছেন: কাজ হতে পারে... শামিম ভাই আসুন ট্রাই করে দেখি।।

৩| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

শহুরে আগন্তুক বলেছেন: বিআরটিসি কি কিছুই করবে না?

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

চুরমার বলেছেন: বিটিআরসি এর বেয়ারম্যান একজন জুওলজিস্ট, তিনি পড়ালেখা করেছেন জুওলজিতে।। এখন বুঝেন............।

৪| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

নাহিদ বলেছেন: আডভোকেটরা কি আর কিলো আর মেগা বুঝে?

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

চুরমার বলেছেন: আল্লাহ ই জানেন।।

৫| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হাইকোর্টে একটা রিট করে দেখা যেতে পারে...

২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

চুরমার বলেছেন: সহমত

৬| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: যে কোনও কিছু করার আগে সংগঠিত হয়ে, জেনে বুঝে নামতে হবে, নতুবা আমাদের উদ্দেশ্য সফল হবে না

২৪ শে মে, ২০১৩ রাত ৮:০০

চুরমার বলেছেন: সহমত। অনেক কিছুর জন্যই তো আন্দোলন হলো। নেটের জন্য আন্দোলন করতে হয় কি না কে জানে !!

৭| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:০০

সেতু আমিন বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: হাই কোর্টে একটা রিট করলে কাজ হবে না ?
মনে হয় না। সিম ক্রয়ের আগে যে ২/৩ পৃষ্ঠার কাগজে সই নিছে। সেটা বাংলা করলে দেখা যাবে আমরা আত্মা বন্ধক রেখে সিম নিছি।

২৪ শে মে, ২০১৩ রাত ৮:০১

চুরমার বলেছেন: পাবলিকের টাকা ডাকাতি করে নেয়া যাবে এটাকিন্তু লেখা নাই। কোর্ট নিশ্চয় এটা বুঝবে।।

৮| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:০২

পুংটা বলেছেন: যখন ১ মেগাবিট/সেকেন্ড ডাটা সরকার ৩০,০০০ টাকায় বিক্রি করতো তখনও একই রেট ছিল। এখন ১ মেগাবিট/সেকেন্ড ডাটা সরকার মাত্র ৪৮,০০০ টাকায় বিক্রি করে। কিন্তু মোবাইলফোন অপারেটররা কমায়নি ১ টাকাও।

বুঝলাম না
:|

২৪ শে মে, ২০১৩ রাত ৮:১০

চুরমার বলেছেন: আইএসপি ১ মেগাবিট/সেকেন্ড ডাটা ২০০৪ সালে ৩০,০০০ টাকা মানে ১ গিগাবাইট ৯৫ টাকায় কিনতো সরকারের কাছে থেকে। সরকার ব্যান্ডউইথের দাম কমিয়ে এখন করেছে ৪৮০০ টাকা মেগাবিট/সেকেন্ড মানে ১ গিগাবাইটের দাম ১৫ টাকা।

৯| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:১৭

পুংটা বলেছেন: তো আপনার লেথায় সেটা ঠিক করেন.,.. ৪৮,০০০ হাজার হয়ে আছে। :|

২৪ শে মে, ২০১৩ রাত ৮:৩৩

চুরমার বলেছেন: ধন্যবাদ ভুল ধরে দেয়ার জন্য

১০| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:২৪

sohagamin বলেছেন: আমি যখন প্রথম দিকে মডেম দিয়ে ব্যবহার করতাম দেখতাম ১ দিন আগেই সংযোগ বন্ধ করে দেয়। একদিন বাল কেয়ায়ে ফোন দিলাম বলে গ্রামীন ফোনের এই টা নিয়ম। একটা কথাই বললাম আপনারা ক্ষুদেবার্তা দিয়ে জানাচ্ছেন যে এত তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত ব্যবহার করতে পারবেন তার একদিন আগে বন্ধ করে আমাদের সাথে প্রতারনা করছেন কি না???? কোন জবাব দিতে পারে নি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাস্টমার কেয়ার ম্যানেজার..........................

২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪০

চুরমার বলেছেন: হুম ওদের তো নিয়মের শেষ নাই।।

১১| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৪৭

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: ভাই চৌবাচ্চার ফুটা কয়টা?

২৪ শে মে, ২০১৩ রাত ৯:০১

চুরমার বলেছেন: নিজেরো তো ফুটা আছে , তাইনা?

১২| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:০০

একাকী বালক বলেছেন: পে পার ইউজ এর ছোট্ট হিসাব

১ কিলোবাইট =২ পয়সা
১ মেগাবাইট = ১০২৪* ০.০২ = ২০.৪৮ টাকা
১ গিগাবাইটের মূল্য = ২০.৪৮ * ১০২৪ = ২০৯৭১ টাকা

মোবাইল অপারেটররা প্রতি গিগাবাইট ডাটা কেনে ১৫ টাকারও কমে।

১ গিগাবাইট ডাটায় লাভ করে = ২০,৯৫৬ টাকা
একে ডাকাতি নয়তো কি বলবেন??

>>> ক্লাস ফাইভের গণিতের নলেজ দিয়ে টেলকো বুঝবেন না বাহে। আর একটু বড় হন। তারপর বুঝামু নে।

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫৭

চুরমার বলেছেন: ভাই টেলকমেই তো পড়ালেখা করলাম। আপনি বেশিও বুঝতে পারেন।। ক্লাস ফাইবের হিসাব না দিলে তো সবাই বুঝবেনা রে ভাই।।

১৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:১৭

বিপুল কুমার বিশ্বাস বলেছেন: boka dite mon chay kintu muk nosto korini konodin ...... ora kobe ektu valo hobe ............

১৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৫০

একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: ভাই টেলকমেই তো পড়ালেখা করলাম। আপনি বেশিও বুঝতে পারেন।। ক্লাস ফাইবের হিসাব না দিলে তো সবাই বুঝবেনা রে ভাই।।

>>> পড়ালেখা কইরা এই শিখছেন? হা হা হা হা হা। চরম তো। কয় কেবিতে কয় এমবি হয় খালি এই শিখছেন মনে হয়। ট্রান্সমিশন কস্ট, অপারেশনাল কস্ট, ফিকোয়েন্সির লেইগা অপারেটরগো কত টাকা দিতে হয় এইসবের কোনই আইডিয়া নাই আপনার।


শুনেন টেলকো ব্যাবসা মুদি দোকানের ব্যাবসা না। মুদি দোকানের ব্যাবসায় আপনার গণিতের নিয়ম খাটে। একসময় একে খানের একটেল, সেবা, পিবিটিএলের সিটিসেল এরা ব্যাবসা শুরু করছিল। কিন্তু কেউই পারে নাই সবাই বেইচা দিছে। এত সোজা হইলে হেরাই পারত।

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৪

চুরমার বলেছেন: ভাই আইডিয়া নাই কেমনে বুঝলেন? আইসেন একসময় কি কি খরচ হয় বুঝিয়ে দিবোনে। ট্রান্সমিশন কস্ট কি আগের চেয়ে বাড়ছে নাকি কমেছে? ১০ বছর আগের এরিক্সন বিটিএস এর ১০ ভাগের একভাগ খরচে এখন হুয়াই বিটিএস স্থাপন করা যায়। তাহলে ১০ বছর আগে ১ কিলোবাইট ২ পয়সা বিল হলে এখনও একই বিল কেন একটু বুঝায়া বলেন তো শুনি।।

১৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:০১

একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: ভাই আইডিয়া নাই কেমনে বুঝলেন? আইসেন একসময় কি কি খরচ হয় বুঝিয়ে দিবোনে। ট্রান্সমিশন কস্ট কি আগের চেয়ে বাড়ছে নাকি কমেছে? ১০ বছর আগের এরিক্সন বিটিএস এর ১০ ভাগের একভাগ খরচে এখন হুয়াই বিটিএস স্থাপন করা যায়। তাহলে ১০ বছর আগে ১ কিলোবাইট ২ পয়সা বিল হলে এখনও একই বিল কেন একটু বুঝায়া বলেন তো শুনি।।

>>> ট্রান্সমিশন কস্ট বাড়ছে। আগে সব নিজেদের মাইক্রোওয়েভ ছিল। এখন মাইক্রোওয়েভতো রাখতে হয়ই সাথে অপটিক্যাল। তার উপর আসছে এনটটএন। কাজেই খরচ ডাবল।

আগের চেয়ে সবার সাইটই অনেক বাড়ছে। এরিকসন আমলের সাইটের চেয়ে এখনকার সাইটের সংখ্যা কয়েকগুন বেশী। প্লাস ৩জি সোয়াপের জন্য সামনে আরও খরচা হবে।

সাথে বাড়ছে বিদ্যুতের দাম, সাইটে মুভ করার জন্য গাড়ীর জ্বালানীর দাম, জেনারেটরের জ্বালানীল দাম।

আপনি হইতেছেন অল্প বিদ্যা ভয়ঙ্কর টাইপের লোক। অপারেটর, ভেন্ডর তো বহুত দূর, বড়জোর কোন সাবকনে থাকতে পাড়েন। তাও সম্ভাবনা খুব কম। মাত্র পাশ করা ফাল পাড়া পলাপান।

০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৪০

চুরমার বলেছেন: আমি হুয়াউই এ আছি, এটা বিষয় না।


আপনি কি মনে করে ১ কিলোবাইট ২ পয়সা রেট ঠিক আছে?

নিজেকে অনেক বেশি জ্ঞানি মনে করা ও অন্যকে বোকা মনে করা বোকামি।

হতে পারি আমি নির্বোধ। আপনার কথায় আমি বিচলিত নই।

১৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:০৫

একাকী বালক বলেছেন: *এনটিটিএন

১৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১২:২৮

দি সুফি বলেছেন: ক্যাবল কানেকশনে না আসতে পারলে খরচ আসলে কমবে না। গাণিতিক হিসেবে খরচ ১৫ টাকার মত হলেও ভ্যারিএবল কষ্ট মিলে খরচ অনেক বেড়ে যায়। ওরা প্রোফিটও অনেক করতেছে এইটাও সত্য। কিন্তু সমস্যা হল, আপনি-আমি যতই আন্দোলন করিনা কেন, ওরা ১জিবির দাম ১০০ টাকার কমে খুব শীঘ্রই দিবে না! ১০০ টাকায় নামিয়ে আনতেও দেরি আছে! কারন দিন শেষে আপনাকে ওদেরই মুখাপেক্ষী হতে হবে! কারন আর কোনো অপশন নেই।
এইজন্য পারলে ব্রডব্যান্ড কানেকশন নিয়ে নেন। জিবি হিসেবে খরচ ধরতে গেলে, প্রতি জিবিতে আমার খরচ পরে ৪টাকার কিছু বেশি (ফুল ইউজ হিসেবে ধরে, যা কখনই হয় না!)।
মূল দাবি হওয়া উচিত, সরকার কর্তৃক প্রমি মেগাবিট/সেকেন্ড ফুল ডুপ্লেক্স কানেকশনের দাম ১০০০ টাকার ভিতর নিয়ে আসা (ভ্যাটসহ), এবং সারা বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যাবস্থা করা। যদি এটা কার্যকর হয়, মোবাইল কম্পানিগুলো তখন ১জিবি ১০টাকায় বেচেও কোন কাষ্টমার পাবে না! মনোপলি মার্কেটে বিক্রেতাকে ফোর্স করে আসলে কিছুই আদায় করা সম্ভব নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.