নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ তোমায় ভালবাসি...।

চুরমার

চুরমার করে দেব অন্যায়, অবিচার ও কুসংস্কার

চুরমার › বিস্তারিত পোস্টঃ

আপনার স্মার্ট ফোন গরম হচ্ছে, সহজ সমাধান!!

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

আমার এক বন্ধু কিনছে গেলাক্সি এস-৩ । ৩০-৪০ মিনিট গেম খেললে বা নেট চালালেই গপ্রচন্ড গরম হয়ে যায়। সে কি টেনশন, এতো দামি ফোন তাও গরম হয় !!

আপনার আন্ড্রোয়েড বা উইন্ডোজ ফোনে নেট ব্যবহার কিংবা গেম খেলার সময় গরম হয়ে যাচ্ছে ! নো টেনশন, আমি আছি না !

>

>>

>>>>

>>>>>

>>>>>>

>>>>>>>





আপনার পাশে একটা বরফ-পানির পাত্র রাখুন। ৩ লিটার পানির ভেতর ১ কেজি বরফ



এবার আপনার স্মার্ট ফোন ব্যবহার করা শুরু করুন। গরম হওয়া মাত্রই পানিতে চুবান, ৫ মিনিট পরে উঠিয়ে ব্যবহার করুন।

দেখুন কি সুন্দর ঠাণ্ডা হয়ে গেছে, তাই না ! হতেই হবে।।



কি রেগে গেলেন মনে হচ্ছে !!



আরে ভাই স্মার্ট ফোন মানে আস্ত একটা কম্পিউটার , যেটি আপনি হাতের মুঠোয় নিয়ে ঘুরছেন। বর্তমানে স্মার্টফোনের ক্ষমতা ৫ বছর আগের কম্পিউটারকেও ছাড়িয়ে গেছে। স্মার্টফোনের হাই পারফরমেন্স প্রসেসর ও বড় স্ক্রিন ব্যবহারের কারনেই গরম হয়ে থাকে। প্রসেসর যত বেশি ব্যবহার হবে ফোন ততো গরম হবে এবং স্মার্ট ফোনের স্ক্রিন বেশি সময় ধরে চালু থাকলে স্ক্রিন গরম হয়ে থাকে। যতো দামি ফোনই ব্যবহার করুন না কেন প্রসেসর গরম হবেই। আইফোন ৫ এ গেম খেলা অবস্থায় প্রচণ্ড গরম হয়ে ওঠে, কিন্তু ফোনের কোন ক্ষতি হয়না।



গরম হওয়া ঠেকানো সম্ভব না।

গরম যাতে দ্রুত ঠান্ডা হয় এজন্য যা করতে পারেন:-



স্মার্ট ফোনে কোন অতিরিক্ত কাভার ব্যবহার করবেন না, এতে তাপ বাহিরে যেতে পারেনা এবং ফোনের ক্ষতি হয়। প্লাস্টিকের কাভার বেশি ক্ষতিকর, যদি ব্যবহার করতেই হয় চামরার তৈরি পুশ কাভার ববহার করুন। ডুপ্লিকেট ব্যাটারি ব্যবহার করবেন না, ডুপ্লিকেট ব্যাটারি বেশি গরম হয়। ১ ঘন্টার বেশি একটানা ফোনে গেম বা নেট না ইউজ করাই ভালো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫১

অশান্ত কাব্য বলেছেন: আসলেই বলা নাই কওয়া নাই ধাম কইরা রিবুট মারলে কেমন লাগে মেজাজটা... :P

২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪১

মাইন রানা বলেছেন: ফ্রিজ আছে না ফ্রিজ

২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

চুরমার বলেছেন: হ, হাচা কইচেন তো !! কিন্তু স্মার্ট ফোনের সাথে ফ্রিজ ফ্রী দিলে ভালো হতো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.