![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
সামলে থাকো সামলে চলো
এই করেইতো জীবন গেলো।
সামলে সামলে চলতে গিয়ে
কবে কবে সব হারিয়ে
জল ফেলো সব কান্না চোখে।
এখন তুমি পা হারিয়ে
এখন তুমি হাত উঁচিয়ে
প্রতি পলে ঈশ্বর খুঁজো।
দুর্বল মনের দুর্বল ঈশ্বর
বড় ঈশ্বর নিজ মনবল,
নিজ শক্তিতে থাক অবিচল
নিজেকেই আজ বলো ঈশ্বর
কার অপেক্ষা, কিসের শর্ত?
নিজেকেই বানাও নিজের ঈশ্বর।
©somewhere in net ltd.