![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
তুমি যখন অন্তরের নিঝুম চেয়ারে
হয়ত লুচি সবিজর অভিসারে ----
চোরা চোখে তাকিয়ে দেখবে পাশে
সঙ্গিতপুর্ণ সন্যাসি অরুপরাহীর বিভোর চোখ
তারপরেও আরো কিছু আসন,
বেশকিছু মুখ-- অজানা-অচেনা--
তোমাকে দেখে, দেখে তোমার মুগ্ধ মুখ
অনুভব করে তোমার যাপিত সময়ের সুখ।
নীলক্ষেতের ঢালে প্রবাহিত আনন্দ স্রোতের
অষ্টোব্যঞ্জণের নিপুন প্রিয় কোন সন্ধ্যায় ---
চেয়ারের হাতলে আলতো ফেলে রাখা হাত
টেবিলের নিচের অভিসার বানিজ্যে বিভোর--
কাচের ওপারে তখন পান পসারী ছাতার নিচে
নিজস্ব পথে সুখ খুজে একজোড়া নষ্টো ভন্ড চোখ।
যে চোখের মানুষটি নিয়তঃ খেলা করে
ভালবাসা আর অবহেলাকে সাথী করে
যে চোখের মানুষটি অচেনাই থেকে যায়
খুব চেনা কিছু মানুষের আড়ালে আড়ালে।
যে চেনা মানুষটি অচেনা হয়ে যায়
ভালবাসার যত অবহেলা আড়ালে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫
মকসুদ মনি বলেছেন: যে চেনা মানুষটি অচেনা হয়ে যায়
আস্তে আস্তে দিনে দিনে দিনের শেষে।