![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
খুজে খুজে ফিরি আঙ্গুলের ভাজে ভাজে
খুজি আমি সময় কে ধরে রাখা
কি অদ্ভুত কথা বলা চোখের তারায়,
চুড়ির রিনিঝিনি, কপালের টিপে
ছুঁয়ে ছুঁয়ে খুজি সাজানো ঠোঁটের ছায়াতে।
দেখতে থাকি দেখতে থাকি আমি
কি যেন এক আবিস্কারের নেশায়---
যতই খুজে ফিরি এক বহতা নদী
ততই দেখি বন্ধ্যা স্রোতের নিরবতা,
রৌদ্রের আড়ালে আড়ালে লুকানো
ভেজা চোখের যত সবুজ বিষন্নতা।
২| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৬
মকসুদ মনি বলেছেন: আমার লেখায় চোখ বুলানোর জন্য আমি খুবি খুসি। ধন্যবাদ ভাই মামুন রশিদ
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।