![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
আমরা থেমে থাকি আজ নিঃশ্চল রথের মত
যাদুঘরের মত সমৃদ্ধ শুধু আমাদের জীবন
যেখানে বর্তমানের কোন সৌন্দর্য্য থাকেনা
যেখানে যাকিছু গর্বের সবি তা অতীত।
সেদিনের সেই ঘড় ঘড় চেনের পাশবিক ঘর্ষনে
ক্ষতবিক্ষত রাজপথ, ফেটে যাওয়া মাটি
কি নিপুন একাগ্রতা আর সমৃদ্ধ ভালবাসায়,
শ্যামা বধুর চোখের জল আর প্রেমিকের রক্ত ফোটায়
ফুল আর আল্পনার মত সাজিয়েছিল যারা রক্তে রক্তে
তারা আজ অপরিচর্যিত আগাছা যেন ইতিহাসের।
নোংরা হাতের অশ্লিলতা আর ভ্রান্ত পথের আহবান,
যতসব ভূল ঠিকানার নির্দেশনা ছিড়ে ফেলে চরম ঘৃনায়
দুহাতের দৃঢ়তায় সচল হবে যেদিন রক্ত তপ্ত যুদ্ধ রথ
সেদিন অতীতের স্তম্ভ ভিতে রচিত হবে নতুন করে বিজয় গাথা
সেদিন পাল্টে যাবে ঠিকানা, সেদিন পাল্টে যাবে ইতিহাসের পাতা।
©somewhere in net ltd.