নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত বৈপরিত্য

জন্মেছিলাম সেনা ছাওনির সামরিক হাপাতালে। তারুণ্যময় জীবনের অেনকটা সময় কেটেছে সামরিক জান্তার বিরুদ্ধ লড়ায়ে। শ্রমিক শ্রেণীর মুক্তির লক্ষে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার সংগ্রমে এখনো আস্থাশীল সমসন দৃঢ়তায়। অথচ কর্মে নিয়োজিত আমি বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল মার্কিন

মকসুদ মনি

নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।

মকসুদ মনি › বিস্তারিত পোস্টঃ

ঘৃনা আমার রাফাতে ঘৃনা আমার পিনাকে

০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

রাষ্ট্র হল ঈশ্বরের শাসন চিত্র

সরকার হল রাষ্ট্রের পাহারাদার

সব এক দিগন্তের যাত্রা পথিক।

এখানে গোপন কোন নীতিমালার বিষয় নেই

এটা খুবি প্রকাশ্য ব্যাপার-----

রাষ্ট্র পাহারাদি চালায় স্বপ্নাদিষ্ট হয়ে;

কিংবা গায়েবি নির্দেশের অলিকতায়।

এই রাষ্ট্রে তারা জলে ডুবে মরবেনা,

গাড়ীর তলায় চাপা পড়বে না

কিংবা দুধ খাওয়া শিশু সন্তানের পাশে

লাশ হয়ে পড়ে থাকতে হবে না কোন মাকে,

পড়ে থাকতে হয় না তাদের--

যারা সংসার-জীবন কে স্বপ্ন ভেবে,

সরকার-শাসকদের ফেরেশতা আর

রাষ্ট্রকে ঈশ্বরের এক বেহেস্তী দান

মনে করে পার করে সারা জীবন।

আমরা যারা জেগে থাকি,

আমরা যারা সচল থাকি শ্রমে আর ঘামে,

যারা সংগ্রামকে চিনে নিই জীবন ভালবেসে

তারা কখোনই বিভ্রান্ত নই

প্রকাশ্য কি গোপন কোন নীতিমালায়।

আমরা মোহগ্রস্ত নই তাদের প্রতি।

আমি জানি পরিস্কার ভাবেই---

পিনাকডুবিতে জল খেয়ে মরা

আর গাজায় বুলেটে, ক্লাষ্টার বোমায়

ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দুটোই এক।

দুটোই মানব মৃত্যু। দুটোই গনহত্যা।

ফিলিস্তিনের গাজা আর বাংলাদেশের মেঘনা

দুটোই সমান বধ্যভূমি।

এই বধ্যভুমির কুশিলবরা সব

এক কাতারের জল্লাদ।

রাফা আর মেঘনা জনপদে

সব এক খুনিদের বাস।

এই দুইয়ের বিরুদ্ধেই আমার

সমান ক্রোধ। সমান ঘৃনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.