![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
মায়ের আঁচলের ছোট্ট বারান্দা
কিংবা শিশু তলার সবুজ চত্বর
বৈকালিক রৌদ্র-ছায়ার মত
দির্ঘ থেকে দির্ঘ হতে থাকে;
ক্রমশঃ দুরত্ব বাড়ে
এক নিরুত্তাপ, নিরুত্তর
উদাষিন প্রতিটা পদক্ষেপে।
আমার রক্তক্ষরন স্রোতে
এখনো ভেসে উঠে
নন্দীদের বারান্দা ঘরে
অপেক্ষামান সহযাত্রীর মুখ,
এখনো এই বুকের মাঝে
ছলাৎ করে যৌবনের রক্ত স্রোত
শিশুতলা কিংবা মায়ের আঁচলের
অজন্তা কুমারীর মুখটি ভেবে।
©somewhere in net ltd.