![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
ধিরে অথচ অবিচল আলড়নে ক্রমশঃ
দিতেছে জানান হেলমন্দ পাহাড় হতে
প্রতিটা সন্ধ্যা ইদানিং ক্রমাগত ধুসর
শুষ্ক কুয়াশার ফিনফিনে আড়াল প্রাচীরে।
ধুলোময় রাজ্যের এই গোছানো শহরে
পরিছন্ন কর্মী হতে পাচক বালক,
চৌকস-অতি সতর্ক অথচ হাঁসিমুখ সৈনিক
কিংবা আলতো হেলান ভঙ্গিমায় দাড়ানো
বিপনন কন্যার সেই ছোঁয়াচে হাঁসি,
নাপিত পাড়ার মোহীনি মেয়েটির চোখে----
সবখানে দেখি আজ শেষ জিগ্ঞাসার রেস
এইযে প্রতিদিনের সম্ভাষন হাঁসির ঝলক
চোখের ভাষায় কথা বলা পরস্পরে---
এর সবই কি ছিল শুধু পেশাদারী সৌজন্নতা
এর সবই কি ছিল শুধু প্রয়োজনের সুতোয় গাথা?
এইসব উত্তরবিহীন প্রশ্ন গুলো যেতেছে ঢেকে
শিতল সন্ধ্যার যত ধুসরতায় আজ।
©somewhere in net ltd.