![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
শ্রাবন বাদলের নির্জন দুপুরে
বৃষ্টি ভেজা মাটির পথে
কদমফুলি কিশোরী মেয়ে,
কাদামাখা উদম বালক ---
সিক্ত বসন রমনীরা চলে যায়;
চলে যায় আমার সামনে দিয়ে
ভেজা আঁচলের ফাকে উষ্মতা ছড়িয়ে
এক নায়েরী স্বভাব কন্যা-----
যদিও পরেনি সে এখনো নাঁকফুল।
বৈদ্যুতিক খুটির মাথায় বসে থাকা
বৃষ্টিভেজা জুবু থুবু নগর পাখি
কিংবা টং মুদির নিচে ঘুমন্ত কুকুরের চেয়েও
নিরাশ্রয়ী এক কিশোর টোকায় দেখি
বৃষ্টি ঝমঝম রাস্তা ডিঙ্গায়
পরিত্যাক্ত কিউট ভাঙ্গা ড্যানিস আর
পাউডার সেন্টের শুন্য অথচ
অর্থবহ এক স্বপ্নবোঝা মাথায়।
এই ব্যস্ত নগরের ব্যস্ত জীবনে
ঠাঁই দাঁড়িয়ে আছি আমি শুধু
স্বপ্ন মত্ত এক একাকি মানুষ।
©somewhere in net ltd.