![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
বৃষ্টির ফোঁটা মেখে নিয়েছে কামনা উজ্জল রুপ
আযাঢ়ের রমনীবৃক্ষ সবুজ নীপবন।
তোমার পায়ের পাতায়, হাতের তালুতে
করোটি প্রান্তর হতে ভেজা ভেজা নরম ত্বকে
বৃষ্টির ফোঁটার মত আমি দিব রক্ত চুমো।
তুমি বৃক্ষ হও নারী, তবে ফলবতি হবে
আমি বর্ষন উন্মুখ এক প্রমত্ত আকাশ।
বৃষ্টির অবিরাম চুম্বন আলিঙ্গনে
ভিজে ভজে হয়েছে তৃপ্ত মৃত্তিকা শরীর
ভালবাসা নিঃস্পেষনে যেন এক তৃপ্ত নারী।
তুমি মৃত্তিকা হও নারী, তবে শস্য ফলাবে
আমি বর্ষন উন্মুখ এক প্রমত্ত আকাশ।
বৃষ্টির আলিঙ্গন অপেক্ষায় ভালবাসায় কাঁপে
মৃত্তিকা সয্যায় যৌবনবতি সবুজ ঘাস---
আমি বর্ষন উন্মুখ এক প্রমত্ত আকাশ
মেঘরঙ শাড়ী পরে তুমি কি হবেনা সবুজ ঘাস?
©somewhere in net ltd.