![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
বাউসিয়া পাখির মোড়ে
শরতের কুয়াশা ভেজা সন্ধ্যায়
যদি কেউ থাকে অপেক্ষায়
তবুও কি তুমি আসবেনা?
ভেজানো দরজায়, অভিমানী জানালায়
মৌন কান্নায় কিছু সিক্ত শিউলী ফুল
আহবানের দৃষ্টি আর স্পর্শ অপেক্ষায়---
দেখো তুমি, যদি ঘুম ভাঙ্গে শরৎ প্রভাতে।
এসো তবে বাউসিয়া পাখির মোড়ে
শরৎ সন্ধ্যায় শেফালী সৌরভে
জোনাকী আলোয় দেখানো পথে
হেঁটে হেঁটে এসো তবে এইখানে।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২০
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৫
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
কালের সময় বলেছেন: প্রথম ভাল+++++++