![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
আটকে থাকে দির্ঘশ্বাস যেখানে
সময়ের ব্যাবধান আর বিভ্রান্ত মনে।
আমি থেমে থেমে যাই। পিছনে তাকাই----
পিছনে তাকাই আর চোখ বুঝে দেখি
পিছনে তাকাই আর বুঝে নিতে চাই---
কতোখানি তিরোস্কারে পুর্নতা পায়
ঈশ্বরহীনতার বিক্ষুব্দ যন্ত্রনার।
আমি পিছনে তাকাই, উঁকি দেই
বিভ্রান্ত বৃত্তের আঙ্গিনা প্রাচীরে
একজন ব্যাথিত ঈশ্বরের মত।
©somewhere in net ltd.