![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
তোমাকে মাঝে মাঝে দেখি আমি
ফুটপাথের বিপরীত হতে
কাঁচঘেরা অফিসের মাঝে
আলোর প্রতিফলনে
কিংবা অষ্টোব্যন্জনের সন্ধ্যা আড্ডায়
অথবা এটিএম বুথের হাতলে আলতো টান দিয়ে
হাত ব্যাগটি গুছাতে গুছাতে কিছুক্ষন হাটো
আমার প্রিয় শহরের চেনা সড়কের সাথে।
অতঃপর চলে যেতে থাকো দুরে-----
ক্রমাগত দুরে, অচেনা পদক্ষেপে।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
বলেছেন: +