![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
অনেকদিন পর 'চোখের' সামনে সন্ধ্যা আড্ডা
আর 'রিমান্ডে' বসে চা খাওয়া------
সিগারেট টা ছেড়ে দেয়ার পর
এই প্রথম মনে হ'ল
কেন যে ছাড়লাম!
বিউটির খুব মন খারাপ
সিগারেট ছাড়া আমি নাকি একদম অচেনা।
জনতা হাউজিং এর মিষ্টি বিকাল
জলিদের গলির বেলকুনি উপচানো হাঁসি
আর নিরব ঠোঁটের কারুকাজ
ঘুরে ঘুরে সবকিছু ছুঁয়ে দেখে মনের চোখে
অবশেষে ভাবনা এমন-------
ছুঁয়ে এলাম, নাকি ফেলে এলাম
সেই বিকেলের ভাবনা গুলো
অপসৃয়মান এক স্মৃতির স্রোতে
ভুলে যাওয়া এক পথের শেষে!
©somewhere in net ltd.