![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
পলাশীর কাঁচাবাজারের গুঞ্জন
পাশে থেকে টুকটাক দরদাম
মাছের কান্কোটা উলটে দেখেই
চটকরে জিনসের পাছায় হাত মুছে
সেই আগাগোড়া বেকুবের হাঁসি-----
নাছোড়বান্দা মাছের লোভনীয় ঝাঁপি
রুপচাঁদা তেলের একক আধিপাত্য
কাদা বাঁচানো শাড়ীর তলায়
চোখ লুকানো দৃষ্টির রমনী পদক্ষেপ---
সবকিছুই ছিল সেদিনের ফ্ল্যাশব্যাক।
শুধু নতুন ঠোঁটের নতুন হাঁসি
শুধু আঙ্গুলের ফাকে অন্য আঙ্গুল---
ছবিগুলো সব আগের মতই
শুধু ভিন্ন মাত্রায় আরেক ফাগুন।
©somewhere in net ltd.