![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
আর একটু পরেই পূর্ব দিগন্তে দেখা দিবে নতুন প্রভাত--- বিজয়ের নতুন সূর্যদিন। শুনতে পাচ্ছি বিজয়ের দীপ্ত তোপধ্বণি।সেই সাথে শুনতে পাচ্ছি বুক কাঁপিয়ে চলে যাওয়া পুলিশ যানের শ্বাপদ শব্দ। আতংকের সুর ছড়ানো এই পুলিশিং সাইরেন শুনে বুকের ভিতর ধক্ করে উঠলো কেন যেন। কেন যেন মনে পড়ে গেল 'জলপাই শাসনের' সেই চ্যালেঞ্জিং দিন আর রাত গুলোর কথা। যখন জান্তা বুটের নিঃস্পেষনে রক্তাত হ'ত যত গোলাপ জীবন আর মায়ের আঁচল।আবার যত জলপাই বর্বরতাকে রুখে দিয়ে ধ্বণিত হ'ত নতুন শপথ---'আমরা দেখাবো রাঙ্গা প্রভাত'---
বাতাসে বাতাসে ভেসে আসছে শীতের সকাল আর স্বাধীনতার সুখ। আজ হোক এই অঙ্গিকার---
রুখে দিব যত অন্যায়
প্রজন্মের দৃঢ়তায়।।
©somewhere in net ltd.