![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
প্রতিটা সূর্যের রঙে লিখি আজ
শ্রেনী শোষনের বিরদ্ধে দ্বীপ্ত অঙ্গিকার
যেন টলে যায় পুঁজির অশুভ ভিত্তিমূল।
আমাদের আগামী দিন হোক
শ্রেনী চেতনার এক দ্বীপ্ত মশাল।
রক্তঝরা কৃষকের ঘামে যেন
আর কিনতে না হয়
দুর্বিসহ জীবনের সূচিপত্র।
কৃষকের কার্যালয় হোক তাই
যৌথ চাষাবাদের খামার
সামনের প্রতিটা সকাল নিয়ে আসুক
আমাদের জন্য যৌথ কর্মসূচি---
সবার চলার পথ শেষ হোক এক দিগন্তে
যেন পাই শ্রেনীহীন এক সুখানুময় সমাজ।
২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
মকসুদ মনি বলেছেন: thanks & happy new year to @raihan
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর।
শুভ ইংরেজি নববর্ষ