![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আড়াই মাস হয়ে গেল, এখনো ওয়াচে আছি। সেইফ হওয়ার কোন নাম গন্ধই নাই। কোন আপত্তি থাকত না যদি ওয়াচ পিরিয়ডটা ৭ দিনের কথা উল্লেখ না করে ৭০/৮০/৯০ বা আরো বেশী দিন উল্লেখ করত।
ব্লগে বিচরন বেশ কয়েক বছর ধরে, শুধু রেজি: করব করব বলে করা হচ্ছিল না। এই দীর্ঘ সময় আমি দেখেছি ১৫ দিন বা এক মাসেরও কম সময়ে বিশেষ কিছু নতুন ব্লগারদের সেইফ করতে। এখানে আইন সবার জন্য সমান হয়না তা জেনেই ব্লগে এসেছিলাম। কিন্তু ৭ দিনের কথা বলে আড়াই মাসেও সেইফ না করা একটা প্রহসন ছাড়া আর কিছুই না। এ কথা লেখার জন্য আবার আমাকে আরো বেশী দিন বসিয়ে রাখা হয় কিনা তারও আশন্কা করছি। কারন ব্যক্তি বা গোষ্টী কেউই সমালোচনা পছন্দ করতে পারে না তা যত সত্যই হোক না কেন। জনপ্রিয়তার একটা পর্যায়ে চলে যাওয়ার পর যে নিয়ম-কানুনকে বুড়ো আঙ্গুল দেখাতে হয় তাও সামু থেকেই জানলাম।
আশা করি এই পজেটিভ সমালোচনাগুলো সামু বিবেচনা করবে এবং আমার মতো আরো যারা রেজিষ্ট্রেশনের ফাদেঁ পড়ে অপেক্ষার প্রহর ঘুনছে তাদের দিকে সদয় হবে।
০২ রা মে, ২০১৩ বিকাল ৪:৫১
পদ্মাসেতু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে প্রথম পাতায় আসে না বলে পোষ্ট দিতে আগ্রহ পাই না।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ সকাল ৯:৩৪
ইমরাজ কবির মুন বলেছেন:
অপেক্ষা ছাড়া আর কিছুই করার নাই।
আরেকটু রেগুলার পোস্ট দিতে থাকেন, হয়ে যাবে।
গুড লাক ||