![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারী অফিসে কোন কাজের জন্য গেলে আপনার কাজটি সহজে করে আসতে পারবেন এটা বাংলাদেশে প্রায় অসম্ভব। নিয়মের ফাঁদে পড়ে আপনাকে অনেক অনেক ডকুমেন্ট সাবমিট করতে হয়। সবকিছু নিয়মমাফিক হওয়ার পর অজ্ঞাত কারনে আপনার কাজটা সম্পন্ন হবে না। তখনই মনে খটকা লাগে তাহলে কি কোন ভুল হলো? কিন্তু ভুল হলে তো জানতে পারবেন বা আপনাকে জানানো হবে। আবারো চেক করে দেখলেন সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে সমস্যা কোথায়?
আসলে সমস্যা অন্য জায়গায়, অফিশিয়ালি যা যা চাওয়া হয়েছে আপনি তার সবই দিয়েছেন কিন্তু আরো কিছু দেওয়ার ছিল যা আপনার কাছে চাওয়া হয়নি তাই আপনি দেননি। আপনার কাজটা সেই না চাওয়া জিনিসটার জন্যই হচ্ছে না। আর তাই হলো ঘুষ বা দূর্ণীতি।
কাগজে কলমে এটাকে সব সময়ই হিডেন রাখা হয়। কখনো ওপেন করা হয় না। আপনাকে তা বুঝতে হবে এবং চাহিদা মোতাবেক তা প্রদান করতে হবে। যে যত দেড়ীতে বুঝবে তার কাজে তত ঝামেলা হবে। আজকাল অবশ্য অনেক সরকারী অফিসেই মৌখিক ভাবে সরাসরি বলে দেওয়া হয় তাদের চাহিদার পরিমান। অনেক সাহেবরা আবার চক্ষুলজ্জার ধার না ধারেই আমার আপনার বুঝার সুবিধার্থে কোন কিছু গোপন রাখে না। তাতে দুপক্ষেরই সুবিধা হয় এবং অযথা সময় নষ্ট হয় না।
এটা এখন শিল্পের পর্যায়ে চলে গেছে, কারো কোন প্রতিবাদ নেই, এ নিয়ে মাথাব্যাথা নেই। এখন এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সর্বত্র, সরকারী অফিস থেকে শুরু করে আনাচে গানাছে শাখা-প্রশাখা বিস্তার করে বেশ দৃঢ় ভাবে অবস্থান করছে।
আমিও মনে করি সব কিছু ক্লিয়ার থাকা উচিৎ, সবকিছু ক্লিয়ার থাকলে যে কেউ বুঝতে পারবে তার মধ্যে কি কি ঘাটতি আছে এবং তাকে কি করতে হবে। সামুর সেইফ হওয়ার প্রসঙ্গটাই ধরা যাক, রেজিষ্ট্রেশনের পরও হয়ত কিছু ফরমালিটি থেকে যায় যা আমরা জানি না। হয়ত সামু ইচ্ছা করেই হিডেন রেখেছে। অফিশিয়ালি বলা হয়েছে ৭ দিন পর সেইফ হওয়া যাবে। এ ক্ষেত্রে অবশ্যই হিডেন অতিরিক্ত কিছু আছে যা অনেকটা সরকারী অফিসের মত। আমি বুঝতে পারছিনা বলেই হয়ত ৭ দিনের পরিবর্তে ১০০ দিন পরও সেইফ হতে পারছি না। সামু যদি তাদের হিডেন রিকয়াম্যান্টটা ওপেন করত তবে আমার মত নাদানদের বুঝতে সুবিধা হতো সামুর চাহিদা এবং এত সময়ও নষ্ট হতো না।
ফ্রিকোয়েন্টলী ভাল পোষ্ট যদি সামুর হিডেন ক্রাইটেরিয়া হয় তবে তা অবশ্যই উল্লেখ করার প্রয়োজন আছে। কতদিন পরপর কয়টা কোয়ালিটি পোষ্ট দিয়ে সেইফ হওয়া যাবে তা জানতে পারতাম। এখানে প্রশ্ন থেকে যায় আমার কোয়ালিটি পোষ্টের পাঠক কারা হবে? যেখানে প্রথম পাতায় এক্সেস পাওয়া যাচ্ছে না সেখানে কেউ আমার মত অখ্যাত ব্লগারের ব্লগে ঢুকে পোষ্ট পড়বে তা হাস্যকর।
যাইহোক, সেইফ হওয়ার রহস্য হিডেনই থেকে গেল।
২| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৭
পদ্মাসেতু বলেছেন: আমি কেন সেইফ হওয়ার আশা করে আছি তা আমি নিজেও জানিনা।
৩| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৪৩
পদ্মাসেতু বলেছেন: নাহ্, আর ভার লাগে না, ব্লগিংয়ের আগ্রহ ও উৎসাহ দুটাতেই ভাটা পড়েছে। ৭ দিনের জায়গায় ১০৭ দিন। (
৪| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৫
উপপাদ্য বলেছেন: আপনি কি এখনো সেইফ ব্লগার হননি??
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬
পদ্মাসেতু বলেছেন: নাহ্, এখনো সেইফ হতে পারিনি, আমার দুর্ভাগ্য.........
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৫০
পদ্মাসেতু বলেছেন: সামুতে সেইফ হওয়ার জন্য সামু নতুন ব্লগারদের নিয়ে কুইজের আয়োজন করতে পারে। যেরা ভাল করবে তাদের দ্রুত সেইফ করা হবে।
তাছাড়া সামু নতুন ব্লগারদের কাছে কিছু অভিজ্ঞতার সার্টিফিকেট চাইতে পারে যেমন;
১. পূর্বে ব্লগ লেখার অভিজ্ঞতা
২. ইন্টারনেট-ফেবু ব্যবহারের অভিজ্ঞতা
৩. প্রেম করার অভিজ্ঞতা
৪. বাংলা টাইপিংঢের অভিজ্ঞতা
৫. তৈলাক্ত পোষ্ট দেওয়ার অভিজ্ঞতা