নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। যেভাবে লেখা হয় চীনা কবিতা ।।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ



প্রথাগতভাবে, চীনা কবিতা সচরাচর ৪ লাইনের;



প্রথম লাইনে যে বক্তব্য শুরু হয়, দ্বিতীয় লাইন তারই সম্প্রসারণ, তৃতীয় লাইন মূল বক্তব্য থেকে বাঁক নিয়ে অন্যপথে যায় এবং নতুন একটা বক্তব্য শুরু করে; ৪র্থ লাইন আগের লাইন ৩টাকে টেনে একত্র করে দেয়।



এই হলো চীনা কবিতা। উদাহরণ?



...........................

কিয়েটোয় থাকে রেশম ব্যাপারির মেয়ে দুটো

বড়টা বিশ, ছোটটাও আঠার বা ঊনিশের মত

যোদ্ধা হয়তো তলোয়ারে প্রতিপক্ষের দেহ করে ক্ষত

কিন্তু এরা? দৃষ্টিবাণেই হৃৎপিণ্ড করে দেয় ফুটো

...........................



০২.

...........................

ডালে ডালে ফুটে আছে রক্তজবার মত ফুল...

মনে হচ্ছে, অগ্নিকাণ্ডে রক্তাভ পাহাড় অসহায়।

ঢালে নির্জন বাড়ি, জমেছে অনন্ত কালি-ঝুল;

একে একে ফোটে ফুল, অলক্ষেই ঝরে পড়ে যায়

...........................



০৩.

...........................

এক যুগ পার হলো, যে ছেড়েছে আদিঘরদোর,

সুনিদ্রা ছুঁয়েছে তাকে চল্লিশ রাত বড়জোর;

লোকালয় থেকে দূরে নিরিবিলি নদী বয়ে যায়__

ওপথেই ফিরবে সে, এই ভেবে, কত রাত্রি ভোর!

...........................



০৪.

...........................

সবুজ মখমল ঘাসে শুয়ে আছে শান্ত ডিমগুলো,

খোসা ভেঙ্গে যতক্ষণ না-উড়ে উঠছে ছানা;

পূর্ণতাপ্রমাণ হও এ-দেহভগ্নাংশ হে ধুলো!

ক্ষমাকে বলেছি, ম্যালো দ্বিধাহীন উড়ালের ডানা।

...........................



辛 夷 塢



木 末 芙 蓉 花 ,

山 中 發 紅 萼 。

澗 戶 寂 無 人 ,

紛 紛 開 且 落 。

...........................



Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

দুর্ভেদ্য বলেছেন: চমৎকার...

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

সানড্যান্স বলেছেন: ভালো লাগছে হেনরী ভাই

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: এ তো দেখি হাইকুর মত ব্যাপার স্যাপার

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

হাসনাত মহসীন বলেছেন: সুন্দর !!
ভালো লাগলো।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪

বিবর্তীত বলেছেন: দারুন.. +

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

ছিরা কবি বলেছেন: ভালো লাগল.... 8-|

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

শ্রাবণধারা বলেছেন: চমৎকার.....নতুন কিছু জানতে পারলাম..

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

নস্টালজিক বলেছেন: বাহ!

প্রতিটা লাইন এর মানে জানার পর চিনা ভাষায় কবিয়াত বঙ্গানুবাদ পড়তে দারুণ লাগছিলো!

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

কালোপরী বলেছেন: +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.