নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুতোছেড়া ঘুরি।

এলোমেলো ভাবনাগুলো বাধ মানে না।

পলাশ আহমেদ

নিতান্তই সাধারণ।

পলাশ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

লাইফ টা হেল করে দিল। কি যে করি...............

১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৪

দুই বার xp, একবার ভিস্তা সেট আপ দিলাম তারপর ও কাজ হয় না।



গত কয়েকদিন ধরেই পিসি তে কোন ফাইল অপেন করতে পারি না। যে কোন ফাইল অপেন করতে ক্লিক করলেই "would you like to send this to recycle bin?" yes or no. ইয়েস ক্লিক করলেই ডিলেট আর নো ক্লিক করলে সারা দিন ধরে একই মেসেজ দেখাতে থাকে। ভাবলাম ভাইরাসে প্রব্লেম করতাছে। মাগার সম্পুর্ন পিসি ফরমেট দেবার পরও কাজ হইতাছে না। কি করি বুজতাছি না

মন্তব্য ১৫ টি রেটিং +০/-১

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৪৯

তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভালা ভাইরাসে ধরছে মুন হইতেছে। কুন এন্টিভাইরাস ইউজ করেন ... ?



টিউন আপ ইউটিলিটি একবার ইন্সটল কইরা দেখেন।

১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৪

পলাশ আহমেদ বলেছেন: এইডা আবার কুনডা? আমার ত ব্যাকাপ নাই? কই পামু? সাইজ কত? কাজ হইব?

২| ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৬

শাহেদ জামান বলেছেন: এটা ডাউনলড কোরে ভাইরাস টি ডিলেট কোরেন সাবধান c
ফাইল ডিলেট কোরবেন না

Click This Link

৩| ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৬

প্যাঁচনাই বলেছেন: :( :( :(

৪| ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৮

হাসান মাহমুদ তানভীর বলেছেন: হ্যাঁ হাঁ হাঁ ----- would you like to send this to recycle bin?" yes or no. .............. ভাই পানি ঢালেন ..............

সমাধান না হইলে
সব ড্রাইভ ডিলিট করে পুণরায় ক্রিয়েট করে আবার সেট আপ দেন। আর যদি ডিলিট করতে না চান তবে সি - ড্রাইভ ফরমেট করে সেট আপ দেয়ার পর কোন ফাইল বা ড্রাইভ ওপেন না করে প্রথমেই এভাস্ট বা যেকোন আপডেটেড এন্টিভাইরাস দেন। এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করার পর অন্য কাজ করুন।

১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৫

পলাশ আহমেদ বলেছেন: ভাই রে কোন কাজ ই বাদ দিই নাই। মাগার কাজ হইতেসে না। শেষমেষ সম্পুর্ন পিসি ফরমেট দিলাম। তার পরো কাজ হইতাসে না। নতুন করে সেট আপ দেবার পর my computer icon অপেন করলেই অই মেসেজ দেখায়।

৫| ১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৫

হাসান মাহমুদ তানভীর বলেছেন: এমনতো হওয়ার কথা নয় - সেট আপের পর কোন পেন ড্রাইভ লাগান নাইতো?

১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪৭

পলাশ আহমেদ বলেছেন: না রে ভাই। কিছুই লাগাই নাই।

৬| ১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৮

আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: যে operating system এর DVD টা পালটিয়ে দেখ, I mean, অন্ন কোনো DVD দিয়ে চেস্টা করে দেখেছ? মনে হয় তোমার DVD তে সমসসা আছে।

আমি তোমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিওর ২০০৩ বর্ষের।

১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪১

পলাশ আহমেদ বলেছেন: ভাই নতুন ডিস্ক কিন্যা আনলাম। কাজ হয় না। যে লাউ সেই কদু। ওয়ারেন্টি আছে। কাল নিয়া জামু।

৭| ১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:১৪

তাজুল ইসলাম মুন্না বলেছেন: এন্টিভাইরাস প্রোগ্রাম ইউজ করেন কোনটা?


এখানে কথা হলো। ভাইরাসজনিত কারণে এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নতুন করে অপারেটিং সিস্টেম সেটাপ করলে এটা ঠিক হয়ে যাবার কথা।

এন্টিভাইরাসের কাজ ভাইরাস রিমুভ করা আর পিসিতে যাতে ভাইরাস ঢুকতে না পারে সেটা দেখা। ভাইরাস যে ড্যামেজ করে সেটাকে খুব কম এন্টিভাইরাস ঠিক করতে পারে। টিউন আপ ইউটিলিটিজ্ এবং অন্যান্য ইউটিলিটি প্রোগ্রামগুলোর কাজ হলো ভাইরাসসৃষ্ট এবং অন্যান্য বিভিন্ন কারণে হওয়া সব ড্যামেজগুলো ঠিক করা।

লিংক এইটা: http://www.tune-up.com/

ইন্সটল করার পরে ৩০দিন ব্যবহার করতে পারবেন। তার বেশি ব্যবহার করতে চাইলে আমাকে বলবেন। ক্র্যাক দেবো...

১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩৮

পলাশ আহমেদ বলেছেন: এইটা দিয়া কি কাজ হবে? আজ হার্ডডিস্ক ফরমেট দিসি প্রায় পাচ বার। নতুন উইন্ডোজ ৭ সিডি কিন্যা সেট আপ দিলাম। মাগার কাজ হইতাছে না। মনে হয় হার্ড্ডিস্কে ঢুকে গেছ।

৮| ১৩ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০৭

শাহেদ৬৯ বলেছেন: মুন্না ভাল বলছে , ট্রাই করে দেখেন , কাজ হইলে এক্সপি জেনুইন করে নিবেন

৯| ১৩ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:০২

এম. এ. খসরু নোমান বলেছেন: এই খানে দেখেন।

উপকার হইলে জানাইয়েন।

১০| ১৪ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৪৮

ফারহান আহমেদ বলেছেন: পাটিশান ভাঙ্গিয়া দেখছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.