![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈয়াকরণবিদরা এদিকে আসেন। আমি কিছুই করতে পারলাম না। ঘুরিয়ে ফিরিয়ে বগলে হাত দিয়ে বসেছি।
শুয়া, শোয়া [ śuẏā, śōẏā ] ক্রি. শয়ন করা (এখন শুয়েছ কেন?)। বি. উক্ত অর্থে (শোয়া-বসার জায়গা)। বিণ. শুয়ে আছে এমন (শোয়া লোকটি)। [সং. শী + বাং. আ]। নো ক্রি. শয়ন করানো। বি. বিণ. উক্ত অর্থে। শোয়া-বসা বি. 1 শোয়া এবং বসা; 2 (আল.) বসবাস।
এই ো ু কার নিয়েতো আমি মহা বিপদে পড়েছি। যখনই সম্পাদনায় বসি তখন মাথায় বাড়ি পড়ে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
পলাশমিঞা বলেছেন: আমি আসলে ব্যাকরণ বুঝি না। মাথা ঘুরায়
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
খেয়া ঘাট বলেছেন: ভালা আছইনি ভাইছাব। বাক্কা খতদিন পর দেখলাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮
পলাশমিঞা বলেছেন: জি হয় আমি ভালাছি। আপনে ভালানি? জি বাক্কা কতদিন পরে আইছি।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
পলাশমিঞা বলেছেন: আমি জানতাম পোস্ট মুছে দেবে এবং দিয়েছেও।
বাংলা শিখার জন্য আবার পাঠশালায় যেতে হবে।
হাহাহাহাহাহাহাহা!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪
রুহাশ বলেছেন: পুরাই মাথার উপরে দিয়া গেল! :/
৬| ১৮ ই মে, ২০১৪ রাত ৯:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সেলাম
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমি যা' বুঝতে পেরেছি -
শুয়ে ফর্মটি ব্যবহার হবে কর্তৃ বাচ্যে (Active Voice).
আর
শোয়া ফর্মটি ব্যবহার হবে কর্ম বাচ্যে (Passive Voice).
দেখি, আর কেউ এর চাইতে বেটার ব্যাখ্যা দেয় কি-না।
অপেক্ষায় থাকলাম।