![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন বিভাগে কর্মরত বিভিন্ন পর্য্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পদোন্নতি সংক্রান্ত অসন্তোষ বিরাজ করছে। সর্বনিম্ন পর্য্যায়ের কর্মচারীদের এক বা একাধিক পদোন্নতি হয়ে থাকে। মধ্যম পর্য্যায়ের কর্মচারীদের মধ্যে ফরেষ্টার পদবীর কর্মচারীরা তাহাদের কর্মজীবনে দুই বা ততোধিক পদোন্নতি পেয়ে থাকেন।উর্ধ্বতন কর্তৃপক্ষ তাহাদের চাকুরী জীবনের শুরুতে সহকারী বন সংরক্ষক পদে যোগদান করিয়া ৪/৫ টি পদোন্নতি পেয়ে প্রধান বন সংরক্ষক পদ মর্য্যাদার পদোন্নতি পর্যন্ত পেয়ে থাকেন । পক্ষান্তরে মধ্যম পর্য্যায়ের কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার পদে(২য় শ্রেণীর কর্মকর্তা)নিয়োগ প্রাপ্ত হয়ে দীর্ঘ ২৪ থেকে ৩২ বৎসর পর্যন্ত একই পদে চাকুরী করার পরেও কর্তৃপক্ষের বিরুপ মনোভাবের কারনে পদোন্নতি বঞ্চিত হয়ে চরম হতাশার মধ্যে চাকুরীরত আছেন।এখানে উল্লেখ্য ফরেষ্ট রেঞ্জার পদে নিয়োগ প্রাপ্ত পদোন্নতি বঞ্চিত উক্ত কর্মকর্তাদের সমসাময়িক সময়ে বা তারও পরে নিয়োগ প্রাপ্ত দুই ধাপ নিচের পদমর্যাদার ফরেষ্টারগন ইতিমধ্যে দু’টি পদোন্নতি পেয়ে ফরেষ্ট রেঞ্জার পদমর্য্যাদায় উন্নীত হয়েছেন।অন্যদিকে সমসাময়িক সময়ে নিয়োগপ্রাপ্ত সহকারী বনসংরক্ষক গন (ফরেষ্ট রেঞ্জার পদের ১ ধাপ/গ্রেড উপরে) নিয়োগ প্রাপ্তির পর ২ থেকে ৫টি পদোন্নতি পেয়ে প্রধান বন সংরক্ষক পদমর্য্যাদা পর্যন্ত প্রাপ্ত হয়েছেন। শুধু (মধ্যম পর্য্যায়ের) ফরেষ্ট রেঞ্জার পদে নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাগন কর্তৃপক্ষের বিরুপ মনোভাবের কারনে পদোন্নতি বঞ্চনার শিকার হয়েছেন।
বিশ্লেষন করলে দেখা য়ায় যে, ফরেষ্ট রেঞ্জারদের পদবীর পদোন্নেতির ধাপ সহকারী বন সংরক্ষক পদের/ধাপের ক্যাডারভূ্ক্ত ৫০টি পদ উন্নয়ন খাতের ১৬টি পদ এবং নন ক্যাডার ৬৪ টি পদ। সর্বমোট ১৩০ টি পদ রয়েছে। উক্ত ১৩০ টি পদের ৩৩% =৪৩টি পদ ফরেষ্ট রেঞ্জার পদ হইতে পদোন্নতির মাধ্যমে সহকারী বন সংরক্ষক পদে নিয়োগ দানের বিধান রয়েছে। কিন্তু কোন সময়েই এই ৪৩টি পদ ফরেষ্ট রেঞ্জারদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়নি।বর্তমান ফরেষ্ট রেঞ্জার হইতে মাত্র ২ টি ক্যাডার পদ পূরণ করা হয়েছে। বাকী শূণ্য ৪১ পদের মধ্যে চলতি দায়িত্ব প্রাপ্ত ৩২ টি পদে ফরেষ্ট রেঞ্জারগন পদোন্নতি ছাড়া কাজ করছে।পদোন্নতি প্রাপ্ত এবং চলতি দায়্ত্বি প্রাপ্ত ৩৪ পদ ছাড়াও আরোও ৯টি পদ পদোন্নতি কোটায় শূণ্য রয়েছে। উক্ত পদ পূরণ করার জন্য কর্তৃপক্ষ কোন ব্যবস্থা/উদ্যোগ গ্রহণ করেন নাই। ফলে ফরেষ্ট রেঞ্জার পদে নিয়োগ প্রাপ্ত বিএসসি ইন ফরেষ্ট্রেী ডিগ্রীধারী ফরেষ্ট রেঞ্জার গন চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
অন্যভাবে হিসেব করলে সহকারী বন সংরক্ষকের ১৩০ টি পদের মধ্যে বর্তমানে ক্যাডার পদের নিয়োগ প্রাপ্ত সহকারী বন সংরক্ষক ৫ জন, নন ক্যাডার পদের আত্মীকরন প্রাপ্ত ৮০ জন, ক্যাডার পদে পদোন্নতি প্রাপ্ত- ২ জন এবং চলতি দায়িত্ব প্রাপ্ত সহকারী বন সংরক্ষক ৩২ জন। মোট ১১৯ জন কর্মরত আছেন। বর্তমানে বাকী ১১টি শূণ্য পদে পদোন্নতি বা চলতি দায়িত্বে দেয়ার সুযোগ রয়েছে। এখানে উল্লেখ করার বিষয় এই যে, আত্মীকরনকৃত ৮০ জন সহকারী বন সংরক্ষকের মধ্যে অতি সম্প্রতি জুলাই/১৩ এ ফরেষ্ট্রী সেক্টর প্রজেক্টে ১৬ জন সহকারী বন সংরক্ষক কে নন-ক্যাডার পদে আত্মীকরণ করা হলেও পদোন্নতির কোটা পূরণের কোন উদ্যোগ গ্রহন করা হয়নি।
এখানে আরও বিবেচ্য বিষয় এই যে, ফরেষ্ট্রী ডিপ্লোমাধারী ফরেষ্টার পদে নিয়োগ প্রাপ্ত ফরেষ্টারগনকে দ্বিতীয় শ্রেণরি পদমর্য্যাদা দেয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে অথচ একই বিষয়ে টেকনিক্যাল ডিগ্রীধারীদের প্রথম শ্রেণীর পদমর্য্যাদা প্রাদানের বিষয়টি দীর্ঘদিন যাবত কর্তৃপক্ষের নিকট উপেক্ষিত হয়ে আছে। বিষয়টি আশু সমাধানের জন্য ভূক্তভোগীরা সরকারের সুদৃষ্টি ও ন্যায় বিচার প্রার্থী।
সম্প্রতি ৩১ তম বিসিএস এ সকল ক্যাডারের ফল প্রকাশ হলেও বন ক্যাডারের ফল প্রাকশ না হওয়ার প্রধান বন সংরক্ষক মহোদয় দৈনিক প্রথম আলোকে বলেন “আমাদের জনবলের তীব্র সংকট, অন্তত ১০০ জন সহকারী বন সংরক্ষক দরকার আমাদের” অথচ উক্ত পদের জন্য যোগ্য ২৫ বৎসরেরও বেশী অভিজ্ঞতা সম্পন্ন ফরেষ্ট রেঞ্জারদের পদোন্নতি প্রদানের সুযোগ থাকলেও তিনি সে উদ্যোগ নিতে বিরত রয়েছেন।
©somewhere in net ltd.