![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুক্রবারের দিন। জুম্মার নামাজ পড়া শেষ। ঠিক তখন ঘড়ির কাঁটা ৩টা ৩৩মিনিট। আমি ল্যাপটপ নিয়ে ড্রইং রুমে। হঠা কলিং বেলের শব্দ, আমি দরজা খুলতেই দেখতে পেলাম আমার সেই ছোটবেলার পুরানো বন্ধু। আনন্দের আবেগ, বলে বুঝাতে পারবোনা। দুই বন্ধু মিলে গল্প আড্ডা আর অনেক পুরানো ফেলে আসা অনেক স্মৃতি কথা আর স্থানের বকবকানি করতে লাগলাম। মনে অনেক খুশি অনুভব করছিলাম। মাগরিবের নামাজ পর দুই বন্ধু বাইরে বের হলাম চা পানাহারের জন্য। চায়ের দোকানে দু কাপ দুধ চায়ের অর্ডার দিলাম আর পাশের বেঞ্জে বসে দুই বন্ধু মিলে গল্প গুজবে তখন মগ্ধ ছিলাম। চা খাওয়া শেষ। হঠাৎ তখন আমার বন্ধু এক ছেলের সাথে কথা বলছে। আমার বন্ধু তার সাথে পরিচয় করিয়ে দিল। আমি আমার পরিচয় দিলাম, কিছুক্ষণ আলাপ হল তার সাথে। ছেলেটা চলে যাওয়ার পর আমার বন্ধু আমাকে বলছে, ছেলেটা খুব জিনিয়াস। আমি বললাম কেমন করে। তুই চিনিস তাকে? আমার বন্ধু বলল, হ্যাঁ। ওর বাবা র্যাবের সাব ইন্সপেক্টর। দুই বছর আগে সে পড়াশুনা করার জন্য রাজশাহীতে তার বাবা-মা পাঠিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ ডিপার্টমেন্টে চান্স পাই এবং পড়াশুনা চালিয়ে যায়। কয়েকমাস পর হঠাৎ অর্থনৈতিক ডিপার্টমেন্টের এক মেয়ের সাথে তার পরিচয় হয়। তার পর প্রেম, মন দেয়া নেয়া হয়। কিছুদিন পর জানা যায়, তারা দুজনে বিয়ে করেছে এবং দুজনেই পড়াশুনা বাদ দিয়ে দিয়েছে। এখন বর্তমানে ছেলেটি এক প্রান কোম্পানিতে চাকুরি করে আর মেয়েটি ঢাকায় এক ফ্যাশন ডিজাইনে কাজ করে। খুব আর্শ্চয্যের বিষয় যে, ছেলেটার বাবা জানেন,যে আমার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে আর সে অনুযায়ী পড়াশুনার খরচ পাঠাচ্ছে। আর মেয়েটার পরিবারের বাবা-মা জানেন যে, আমার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে আর সে অনুযায়ী তার বাবা-মা খরচ পাঠাচ্ছে। কিন্তু দুজনের কেউ পড়াশুনা করে নাই। এটা কি ভালবাসা? না খেয়ালিপনা? ছেলেটা নিজ হাতে তার ভবিষ্যত পিষে মেরেছে, আর মেয়েটা ঠিক একই রকম কাজ করেছে। আমাদের রাজশাহী বিভাগকে শিক্ষানগরী বলা হয়। কিন্তু শিক্ষানগরীর সাথে সাথে এই রকম ছেলে মেয়েদের নগরী ও রাজশাহী শহর হয়ে উঠেছে। আমরা কি ভাবি, লেখাপড়া করার নাম করে নিরিহ বাবা-মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কি জঘন্য কাজ করে বেড়াচ্ছি?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ৮:৫০
প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা। যেদিন বাবারা জানবে সেদিন তারা কি করবে?