নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফিল্ম নিয়ে পড়া লেখা করি। এবং টুকটাক মানুষ কে কাজের ধারনা শিখাই।

পরশ বাংলা

ফিল্ম মেকার

পরশ বাংলা › বিস্তারিত পোস্টঃ

আসুন সম্পাদনার কাজ করি (ভিডিও এডিটিং) পর্ব-১

২০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫১

এডিটিং কি?
এডিটিং এর বাংলা অর্থ সম্পাদনা। কোন কিছুকে
সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করাই.এডিটিং।

এডিটিং এর প্রয়োজনীয়তা কি?
এডিটিং এর প্রয়োজনীয়তাসমূহ হলো :
ক. অসুন্দরকে বাদ দেয়া বা আড়াল করা।
খ. বিষয়বস্তুকে শিল্পগুণসম্পন্ন করে উপস্থাপন করা।
গ. দর্শকদের বিরক্তির হাত থেকে বাঁচানো।
ঘ. বক্তব্য বা মতামতকে সূচারু ও সুন্দরভাবে নান্দনিক উপস্থাপন।

প্রযুক্তিগতভাবে ভিডিও এডিটিং কত প্রকার?
প্রযুক্তিগতভাকে ভিডিও এডিটিং দু’প্রকার। যথা :
ক. Linear Video Editing (লিনিয়ার ভিডিও এডিটিং)
এবং
খ. Non Linear Video Editing (ননলিনিয়ার ভিডিও
এডিটিং)

লিনিয়ার ভিডিও এডিটিং কি?
লিনিয়ার ভিডিও এডিটিং লাইনভিত্তিক ভিডিও
এডিটিং,যে পদ্ধতিতে লাইন টু লাইনরেকডিং এর
মাধ্যমে চিএ সম্পাদনা করা হয় তাকে লিনিয়ার
ভিডিও এডিটিং বলা হয়। এটি চিএ সম্পাদনার
প্রাচীনতম পদ্ধতি। এপদ্ধতিতে এক ভিটিআর থেকে
আরেক ভিটিআর এ রেকডিং এর মাধ্যমে ভিডিও
এডিটিং বা চিএ সম্পাদনা করা হয়।

ননলিনিয়ার ভিডিও এডিটিং কি?
যে পদ্ধতিতে ক্যামেরায় ধারনকৃত ভিডিও সমূহ লাইন টু লাইনরেকডিং এর মাধ্যমে সম্পাদনা করা হয় না তাকে ননলিনিয়ার ভিডিও এডিটিং বলা হয়। এ পদ্ধতিতে কম্পিউটার এ সফটওয়্যার এর মাধ্যমে র্হাডড্রাইভে এ ক্যাপচার বা ডিজিটাইজ কৃত ভিডিও ডাটা সম্পাদনা করা হয়। এটি ভিডিও এডিটিং এর আধুনিকতম পদ্ধতি।

বিষয়বস্তু অনুযায়ী এডিটিং কত প্রকার?
বিষয়বস্তু অনুযায়ী এডিটিং চার প্রকার। যথা :
ক. Rhythmic Editing (রিদমিক এডিটিং)
খ. Plot Based Editing (প্লট বেসিক এডিটিং)
গ. Story Based Editing (স্টোরি বেসিক)
ঘ. Graphical Editing (গ্র্যাফিকেল এডিটিং)

একটি র্শট এর সাথে আরেকটি র্শট এর ইন্টারলিঙ্ক
অনুযায়ী এডিটিং কত প্রকার?
একটি র্শট এর সাথে আরেকটি র্শট এর ইন্টারলিঙ্ক
অনুযায়ী এডিটিং দু’প্রকার। যথা :
ক. Continuity Editing (কন্টিনিউয়িটি এডিটিং)
খ. Complexity (কমপ্লেকসিটি এডিটিং)

পেশাদারী ভিডিও এডিটিং এর জন্য প্রয়োজনীয়
র্হাডওয়্যার গুলো কি কি?
বর্তমানে বাজারে বিরাজমান যে পেশাদার
ভিডিও ক্যাপচার কার্ড বা ভিডিও এডিটিং
হার্ডওয়্যার গুলো রয়েছে তার জন্য কমপ্লীটলি বা
প্রয়োজনীয় সিসটেম র্হাডওয়্যার গুলো হচ্ছে :

1. Processor : 3Ghz or Faster.Core 2 Duo Processor is
preferable.
2. Main Board : Good Series of Main board as per the
recommendation of the Editing Card.
3. Graphics Card : Dual Head Graphics Card with
Handsome Video Memory.
4. RAM :1 GB with High Bus Speed .2GB is Preferable.
5. HDD :At least 7200 RPM of SATA HDD with Handsome
System and Storage Space.
6. Video Capture Card of Video Editing Hardware.
7. Input and Output source devices:
* VTR
* DVD Writer
* Microphone
* Audio Cassette Player
* CD Player
* Professional Monitor

একটি প্রোডাকশন এর বিভিন্ন পর্যায়ে ভিডিও
ফ্রেম গুলো কি ধরনের হয়ে থাকে?
ভিডিও ক্যামেরায় চিএগ্রহন থেকে শুরু করে
সম্প্রচার পর্যন্ত আমরা তিন ধরনের ভিডিও ফ্রেম
দেখতে পাই। এগুলো হলো :
১. Monitor (মনিটর)
২. Pre Broadcasting (প্রি ব্রডকার্স্টি)
৩. Post Broadcasting (পোর্স্ট ব্রডকার্স্টি)
এখানে উল্লেখ্য যে Post Broadcasting Level
(পোর্স্টব্রডকার্স্টি লেভেল) এ Proper Frame (প্রপার
ফ্রেম) উপহার দেয়ার জন্যই আমরা Professional
Monitor (প্রোফেশন্যাল মনিটর) ব্যবহার করব।

চলবে..........
go http://www.facebook.com/poroshfansbd

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.