নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ফিল্ম নিয়ে পড়া লেখা করি। এবং টুকটাক মানুষ কে কাজের ধারনা শিখাই।

পরশ বাংলা

ফিল্ম মেকার

পরশ বাংলা › বিস্তারিত পোস্টঃ

আসুন সম্পাদনার কাজ করি (ভিডিও এডিটিং) পর্ব-৪

২০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:২৫

Basic Color Light
Electronic Media তে তিনটে কালার লাইট কে মেীলিক হিসেবে ধরা হয়।যেমন :
1.Red
2.Green
3.Blue

প্রত্যেকটি কালার লাইট এর নামের আদ্যক্ষর.অনুযায়ী একসাথে সংক্ষেপে RGB বলা হয়।আলোর এই তিনটে রঙয়ের সর্বোচ্চ মান যদি একসাথে মেলানো যায় তবে যে রঙটি পাওয়া যাবে তা হলো সাদা।
পক্ষান্তরে তিনটি রঙয়ের সর্বনিম্ন মান যদি একসাথে মেলানো যায় তবে যে রঙটি পাওয়া যাবে তা হলো কালো।

Complementary Color Light
আরও তিনটি রং Complementary Color Light হিসেবে। যেমন :
1.Cyan
2.Magenta
3.Yellow


এগুলোকে সংক্ষেপে CMY বলা হয়।এই তিনটি Complementary Color Light এর সর্বোচ্চ শতকরা মান যদি একসাথে মেলানো হয় তবে যে রঙটি পাওয়া যায় তা হলো কালো।পক্ষান্তরে এই তিনটির সর্বনিম্ন শতকরা যদি একসাথে মেলানো যায় তবে যে রঙটি পাওয়া যাবে তা হলো সাদা।এজন্যই Basic Color Light RGB কে Complementary Color Light CMY এর বিপরীত হিসেবে গন্য করা হয়।

Calulation of Color Light
Opposite Color Light

Red ------- Cyan
Green ------ Magenta
Blue ------ Yellow
Cyan ------ Red
Magenta ------ Green
Yellow ------ Blue

Combination of Color Light

Red + Green = Yellow
Green + Blue = Cyan
Blue + Red = Magenta
Cyan + Magenta = Blue
Magenta + Yellow = Red
Yellow + Cyan = Green

Kelvin
আলোর বর্ণতাপ বা কালার লাইট পরিমাপ করার
একক হলো কেলভিন। আলোর কেলভিন যত বেশী হবে আলোর রঙ ততো নীলের দিকে যাবে।পক্ষান্তরে আলোর কেলভিন যত কম হবে আলোর রঙ ততো লালের দিকে যাবে।

চলবে....
www.facebook.com/poroshfansbd

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.