নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ীর পাশে আরশি নগর

যেথায় পড়শী বসত করে, আমি একদিন ও না দেখিলাম তারে।

পড়শী

পড়শী › বিস্তারিত পোস্টঃ

বৌ এর ভালবাসা অর্জন করার উপায় (শুধুমাত্র বিবাহিত ভাইদের জন্য)।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:২৬

ভালবাসা জিনিষটা অনেক মূল্যবান। এটা পাওয়ার জন্য প্রয়োজন সাধনা। এখানে অধ্যাবসায় বা পরিশ্রম না বলে একবারে 'সাধনা' শব্দটাকেই উপযুক্ত মনে হলো। ধৈর্য্য ধরে সাধনা চালিয়ে গেলে সিদ্ধিলাভের সম্ভাবনা মোটামুটি নিশ্চিত।



বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরামর্শ দেয়া হলো। বাচ্চারা দূরে থাকো। শুধুমাত্র বিবাহিত ভাইদের জন্য এই পরামর্শগুলো।



করণীয়



১। সকালে ঘুম থেকে উঠামাত্রই গালে দুটো চুমু দিয়ে দিন নিসঙ্কোচে।



মনে রাখবেন, বউয়ের ভালবাসা অর্জনের প্রথম শর্ত হচ্ছে, আপনার নিজের ভেতরে, তার জন্য অকৃত্রিম ভালবাসা থাকা বা তৈরী করা। ধরে নিচ্ছি, আপনাদের সবারই নিজ নিজ বউয়ের প্রতি অকৃত্রিম ভালবাসা ইতিমধ্যে বিদ্যমান।



শুধু ভালবাসা মনে মনে থাকলেই তো চলবেনা। ভালবাসার বহিপ্রকাশ ছাড়া সেটা অর্থহীন।



দিনের শুরুটা যদি করা যায় এই রকম ভালবাসার রোমান্টিক বহিপ্রকাশ দিয়ে, তবে মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, দিনটি আপনার ভালই কাটবে।



২। বউ বিছানা ছেড়ে ওঠার আগেই সকালের হাল্কা নাস্তা (এক কাপ চা, সাথে দুটি বিস্কুট, বা পাউরুটি অথবা একটা ডিম পোচ) রেডী করে তাকে বিছানাতেই দিয়ে আসুন।



অনেকে মনে করেন, স্বামীদের সামনে সকালে নাস্তা নিয়ে হাজির হওয়াটা স্ত্রীদের দায়িত্ব। এইরকম মনোভাব থেকে বের হয়ে আসুন। ভালবাসায় কোন প্রতিষ্ঠিত নিয়ম বলে কিছু নাই। ইগো সমস্যা থেকে ১০০ হাত দূরে থাকুন।



আপনি যখন কাজে বেরুবেন (যদি তিনি কর্মজীবি না হন), তখন আপনার সারাদিনের খাবার-দাবারের ব্যবস্থা, ছেলে-মেয়েদের গোছানো কিন্তু তাকেই করতে হবে। সকাল বেলাটা অন্তঃত তাকে যথাসম্ভব সাহায্য করুন। তিনি কর্মজীবি হলেও সবকিছুতে বুয়ার আশায় বসে না থেকে নিযে তার জন্য নাস্তা বানিয়ে খাওয়ান। প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু ঐ যে বললাম, বিনা সাধনায় ভালবাসা পাওয়া দুস্কর।



৩। অফিসের ব্রেক টাইমে ফোনে খোঁজ নিন, সব ঠিকঠাক আছে কি না। তিনি খেয়েছেন কিনা। কোন কিছু বাজার থেকে আনতে হবে কি না। তার কিছু লাগবে কি না।



৪। বাড়িতে আসার সময় প্রতিদিন কিছু না কিছু তার জন্য নিয়ে আসুন। হতে পারে দুটো চকলেট, আইসক্রীম, অথবা একটা ফুল।



৫। বিকালে চা বা নাস্তা খেতে খেতে কিছু সময় কাটান একসাথে।



পারলে দু একদিন পর পর বিকেলে বাইরে থেকে বেড়িয়ে আসুন কাছেই কোথাও। এই সময় টা সংসারের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সেরে নিতে পারেন। কোথাও কোন সমস্যা থাকলে তা নিয়ে খোলামেলা আলোচনা করে নিন। এজন্য বাইরের উম্মুক্ত পরিবেশই সবচেয়ে ভালো।



৬। নিজের জন্য একা কিছু সময় রেখে দিন। এ সময়টাতে আপনার প্রিয় কোন গান, অথবা প্রিয় কোন কাজ করবেন, বন্ধু-বান্ধবদের সাথেও কাটাতে পারেন। এ ব্যবস্থাটা সাধনাতে যেন একঘেয়েমী না চলে আসে, এই জন্য।



৭। রাতের খাবার পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেতে বসুন। এসময় হালকা মুডে থাকুন। কোন হাসির গল্প বলুন। অথবা কোন মজার অভিজ্ঞতা শেয়ার করুন। সিরিয়াস কোন ব্যাপার নিয়ে আলোচনা গুলো সন্ধ্যার অবকাশে করে নেয়াই ভালো।



৮। রাতে বিছানায় যাবার পর নিজেদের মত করে, সময়টা আনন্দে ভরে তুলুন। এটা হতে পারে মজার কোন গল্প করা, তার কোন মজার অভিজ্ঞতা, হতে পারে তাকে কোন কবিতা শোনানো, অথবা দু'জনে মিলে গান-গান খেলা।





৯। গল্প করতে করতেই তাকে কাছে টেনে নিন। অন্তরঙ্গ হবার আগে শুনে নিন তার শরীর ভাল আছে কিনা। হারিয়ে যান অনাবিল আনন্দের মাঝে।



পরিশেষে,



যখনই কোন উপলক্ষ্য পাবেন, আপনার চোখে সে কতটা সুন্দর, তাকে বুঝিয়ে দিন। তাকে প্রতিদিন বলুন, আপনি তাকে কতটা ভালবাসেন। বারবার বলতে তো কোন আপত্তি নেই। তার কাজের প্রশংসা করুন, তার রূপের প্রশংসা করুন, তার রান্নার প্রশংসা করুন, সংসারের প্রতি তার অবদানের কথা স্বীকার করুন। প্রশংসা করুন তার রুচির, তার কথার।



অকৃত্রিম প্রশংসা, ভালবাসা প্রকাশের অন্যতম মাধ্যম।



প্রশংসার ছলেই তার ভুলগুলিও বুঝিয়ে দিন। যেমনঃ "আমি জানি তুমি আমার মা কে খুব ভালবাস। কিন্তু মা মনে হয় কাল তোমার কথায় একটু কষ্ট পেয়েছেন না বুঝে। তুমি মা কে বুঝিয়ে বলে দিও। "



তার আবেগ কে মূল্য দিন।



এভাবে প্রতিদিন চর্চা করতে হবে ভালবাসার বহিপ্রকাশের উপকরণগুলি। ভালবাসার চর্চা করতে করতে আপনার এবং তার হৃদয়ে তৈরী হবে মহামূল্যবান ভালবাসার অঙ্কুর। তার হাত ধরেই হাসিমুখে কাটিয়ে দিতে পারবেন সারাটি জীবন।

মন্তব্য ৮৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৩১

ঢাকাবাসী বলেছেন: খাইছে ম্যালা কঠিন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৩২

পড়শী বলেছেন: কোনটা কঠিন মনে হইল?

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০৭

পাতিকাক বলেছেন: নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যা লিখেছেন একটাও একটুও মিথ্যে নয়। চেষ্টা টাই অনেক বড়। কেউ যদি নাও পারেন অন্তত চেষ্টা টুকু করে দেখুন। ফল হাতে নাতে :) :) :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১১

পড়শী বলেছেন: ধন্যবাদ আপনাকে। চেষ্টা করলে ফল হাতে নাতে------ :) :) :)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৭

নিষিদ্ধ নাগরিক বলেছেন: মেলা শিক্ষা গ্রহণ করিলাম.।.।


২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৯

পড়শী বলেছেন: শিক্ষা কাজেও লাগাইয়েন কিন্তু।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:১৮

বিষন্ন পথিক বলেছেন: "অন্তরঙ্গ হবার আগে শুনে নিন তার শরীর ভাল আছে কিনা। হারিয়ে যান অনাবিল আনন্দের মাঝে। "

আরেট্ট কিলিয়ার কর্লে বুঝতি পার্তাম

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২২

পড়শী বলেছেন: এত পরামর্শের মাঝে এটুকুই আপনার কিলিয়ার হলো না?

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২০

জাহিদ গাছবাড়ী বলেছেন: onek deri ache,

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৪

পড়শী বলেছেন: আপনার জন্য শুভকামনা।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২১

আধারের কবি বলেছেন: ঢাকাবাসী বলেছেন: খাইছে ম্যালা কঠিন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৫

পড়শী বলেছেন: কোন টা ম্যালা কঠিন? সকালে ঘুম থেকে উঠার পরের কার্যটা কঠিন মনে হইছে?

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৫

আশাবাদী জীবন বলেছেন: ভাই পরামর্শ শুধু আমাদের দিলেন , উনাদের দিলেন না ?

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৫

পড়শী বলেছেন: সংসারে বউ খুশি তো সংসার আনন্দে ঝলমলে। বউয়ের ভালবাসা অর্জন বিরাট সাধনার ব্যাপার।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৫

সাইফ হাসনাত বলেছেন: সব স্বামী স্ত্রীর মাঝে অসীম ভালোবাসা থাকুক।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৬

পড়শী বলেছেন: " সব স্বামী স্ত্রীর মাঝে অসীম ভালোবাসা থাকুক। "

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১০

আবিরে রাঙ্গানো বলেছেন: ১। সকালে ঘুম থেকে উঠামাত্রই গালে দুটো চুমু .......... আহঃ সে কি অনুভুতি!! কিন্তু বৌ পাই কই??

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৫

পড়শী বলেছেন: অনুভূতির তীব্রতা কমে আসার আগেই তাড়াতাড়ি বিয়ে করেন ভাইজান।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৮

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বাচ্চা এবং বিবাহিত'র মাঝেও একধরণের প্রাণী আছে। সেটা হলো 'বিবাহিত'। আপনি হয়তো একটা গান শুনেননি: 'আগে ছিলাম জীবিত, এখন আমি বিবাহিত'।

আমি জীবিত থাকতে চাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০২

পড়শী বলেছেন: ভাই, বিয়েতে যে কি মজা, যে করে নাই সে কখনোই বুঝবে না। যারা বউ এর মজা একবার পাইছে, তাদের কাছে পৃথিবীর আর কিছুই মজা লাগে না।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০২

আহমেদ রশীদ বলেছেন: আমার বউ আমার েথেক েবিিশ এ্যাডভান্স।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৪

পড়শী বলেছেন: :D :D :D

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০২

অপ্রিয় বলেছেন: বিয়া কয়টা করসেন? বউ কত রকম দেকসেন? মনে তো হয় আপনার দেশী জিনিষে কোন অভিজ্ঞতা নাই, বিদেশীটা চোথা মারসেন। অল্পবিদ্যা ভয়ঙ্কর।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৫

পড়শী বলেছেন: হায় হায় কন কি? আমার সবেধন নীলমনি একটা মাত্র বউ। খাঁটি দেশী। বিদেশী দেখলেন কই?

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৩

বিডি আমিনুর বলেছেন: এত কিছু :( :(

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৬

পড়শী বলেছেন: সাধনা সব সময়ই কঠিন। তবে একবার মজা পেয়ে গেলে, এটা ছাড়া আর কিছু ভাল লাগে না।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৭

মিনহাজুল হক শাওন বলেছেন: বিবাহ করতে চাই, কিন্তুক বয়স হয়নাই। :(

ভালা পুষ্ট। +

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১২

পড়শী বলেছেন: ছেলেদের বিয়ের বয়স শুরু হয় ২১ থেকে। আপনার বয়স ২১ হয়ে গেলে অভিভাবক দের সিগন্যাল দিন।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৯

েমাহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ বলেছেন: লিখেছন অসাধারণ। অভিজ্ঞতায় ভরপুর মনে হল। ব্যাচেলর হওয়ার বদৌলতে পড়লাম শুধু। কী আর করা!

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৪

পড়শী বলেছেন: অভিজ্ঞতার মূল্য আজকাল কেউ দিতে চায় না--

তাড়াতাড়ি শুভকাজ সেরে ফেলেন। যত লেট, মজা তত কম।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১১

arif25169 বলেছেন: huh, ghum theke uthei gale 2ta chuma dewa lagbe, then nasta ene dewa lagbe, ki moja.. apnake e buddhi dilo ke? ar jodi nije nijei jinisgulan vebe thaken, sob meyer mentality ek rokom naki?

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৩

পড়শী বলেছেন: অভিজ্ঞতার মূল্য আজকাল কেউ দিতে চায় না--আফসোসের ইমো।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৮

অপ্রিয় বলেছেন: ঘুঘু দেখেছেন দাদা, এখনও ফাঁদ দেখেননি। আল্লাহ্ আপনার মঙ্গল করুন।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৫

পড়শী বলেছেন: ভয় পাইছি ভাই। আল্লাহ আমাকে মঙ্গল করেছেন বলেই তো এই পোস্ট দিতে পেরেছি। আপনার কাহিনী কি?

ফাঁদের গল্প আপনি করেন, শুনি আমরা।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৮

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনি কি মহিলা এবং বিবাহিত? যদি তাই হয়, তাহলে কি আপনার স্বামী আপনার সাথে এরূপ ব্যবহার করে?

আমার প্রশ্নে মনে কিছু নিয়েন না আবার।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৩

পড়শী বলেছেন: হায় হায় কন কি? আমার সবেধন নীলমনি একটা বউ আছে। এবার বুইঝ্যা লন।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৬

ছোটগ্যাদা বলেছেন: লিখেছন অসাধারণ।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৬

পড়শী বলেছেন: ধন্যবাদ ছোটগ্যাদা ভাই।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৩

বাংলার কথা বলি বলেছেন: সাইফ হাসনাত বলেছেন: সব স্বামী স্ত্রীর মাঝে অসীম ভালোবাসা থাকুক।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৭

পড়শী বলেছেন: "সব স্বামী স্ত্রীর মাঝে অসীম ভালোবাসা থাকুক। "

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সরি ভাই, আপনার সামুর নিক দেখে মনে করসিলাম আপনি মেয়ে।

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৭

পড়শী বলেছেন: ব্যাপার না।

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৭

বৈকুন্ঠ বলেছেন:
পুরুষের মৃত্যুহার মেয়েলোকের মৃত্যহারের চে বেশি ক্যান জানেন?

আমার মনে হয় আপনে পুরুষ না।

হয় মহাপুরুষ আর নাইলে মহিলা

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০৯

পড়শী বলেছেন: পুরুষের মৃত্যুহার বেশি ক্যান ভাই?

আমার একটা জলজ্যান্ত লক্ষী বউ আছে। আপনে কিতা কন?

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৫

নিয়ন আধাঁর বলেছেন: বিয়া করবার মুঞ্চায়।। বয়সও হইছে। মাগার টাকা পয়সা নাই।। বাপের টাকায় বিয়া করলে পরে বউরে খাওয়ামু কি??

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২১

পড়শী বলেছেন: আল্লাহর মাল আল্লাহ খাওয়াইব। একটা কোনরকম আয়ের ব্যবস্থা থাকলে এইসব নিয়া বেশি টেনশন না করাই ভাল।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৪

মাক্স বলেছেন: আহারে কবে যে বিয়া করমু? কবে যে সকালে উইঠ্যা চুমু খামু?

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৭

পড়শী বলেছেন: তাড়াতাড়ি বিয়ে করেন ভাইজান।

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: (শুধুমাত্র বিবাহিত ভাইদের জন্য)

এর তীব্র প্রতিবাদ জানাই -- আমারার কি জানার অধিকার নাইক্কা ? B:-/ B:-/ B:-/ !!

খাইচ্ছে এমন হলফনামা হইলে তো জীবন তেজপাতা হইয়া যাইবো --

১) স্ক্রীকে ঠোটে চিনি মাখিয়ে রাখতে হইবেক --
২)রাতে রেডি করে রাখতে হইবেক , তাইলে আইনা দিবানে
৩) ঐ মিয়া আমারে জব দিছে কি বউ এর খোজ খবর নিতে ? X( X( X(
৪) আহা! বড়লোকি ভাবনা ---
৫) ঐ মিয়া বিকাল পান কই ? বিকাল তো চুরি হয় ভাড়ি কাচের ঝাপসা আলোতে
৬) হু
৭) আমি ভাড় নাকি ? হু


আর কমু না ---

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৯

পড়শী বলেছেন: ১। ঠোঁটে চিনি মাখান আর মধু মাখান, আপনাকেই মাখাইতে হবে।

২-৭। এটা শুধু ভালবাসা জাগিয়ে দেয়া পর্যন্ত। বউ এর ভালবাসা একবার পাওয়া শুরু হইলে আপনাকে আর এত কিছু করতে হবে না।

৪। কিপ্টামী করলে একদম সর্বনাশ, বিশেষ করে সাধনার প্রথম দিকে।

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৩

লাল চাঁন বলেছেন: দারুন অবাজরবেশন :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৯

পড়শী বলেছেন: ধন্যবাদ ভাইজান।

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১২

মিনহাজুল হক শাওন বলেছেন: আর ৩ মাস পরই ২১ হবে। :(

২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৯

পড়শী বলেছেন: একটা করাত নিয়ে আপনার শোবার খাট কাটা শুরু করুন। অভিভাবকেরা কারণ জিজ্ঞাসা করলে বলুন, এত বড় খাট আপনার লাগে না। :) :)

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। দারুন পর্যবেক্ষন। :) আশা করি আপনার মত জামাই পেয়ে ভাবি বড়ই খুশি। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:১৬

পড়শী বলেছেন: ধন্যবাদ ভাইজান। মাশাল্লাহ আপনাদের দোয়ায়-----

২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২৭

সুদীপ্ত কর বলেছেন: বুচ্ছি, আমার কপালে বিয়া নাই /:) /:)

২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৫৫

পড়শী বলেছেন: কেমনে বুঝলেন?

৩০| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৬

অরন্য জীবন বলেছেন: যারা বউ এর মজা একবার পাইছে, তাদের কাছে পৃথিবীর আর কিছুই মজা লাগে না।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৫৫

পড়শী বলেছেন: ;) :D :D

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:২৭

দুঃখ বিলাসি বলেছেন: :|

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫০

পড়শী বলেছেন: কি বুঝাইলেন ভাই?

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৯

শামীম আরা সনি বলেছেন: যে ভালোবাসতে জানে, ভালোবাসতে চায় তার আসলে কোন টেকনিক লাগেনা, লাগবেনা, সে আপনতেই বুঝবে ভালোবাসতে কি করে হয়।
সবসময় ভালোবাসা মুখে বলে বা প্রকাশ করে বোঝানো যায়না।
আর একটা ব্যাপার আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমি ঠিকি বুঝবো।
মনে রাখবেন ভালোবাসা অনুভব করা যায়। আপনাকে কেউ ভালোবাসলে আপনি ঠিকি বুঝবেন।
অনেকসময় ভালোবাসার মানুষ পসেসিভ হয়ে হয়ত শুধু রাগ ও প্রকাশ করে থাকে!

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭

পড়শী বলেছেন: ভালোবাসা অনুভব করা যায়। সবসময় ভালোবাসা মুখে বলে বা প্রকাশ করে বোঝানো যায়না। অনেকসময় ভালোবাসার মানুষ পসেসিভ হয়ে হয়ত শুধু রাগ ও প্রকাশ করে থাকে! ------------

আপনার কথাগুলি খুব ভালো লাগল।



ভালবাসা আপনা-আপনি সাধারণত তৈরী হয় না। আমি বিশ্বাস করি, ভালবাসা একটি বৃক্ষের মত। তার বীজ বপন করতে হয়। তার অঙ্কুরোদ্গমের জন্য আলো লাগে, পানি লাগে, সার লাগে। অঙ্কুর থেকে স্থায়ী বৃক্ষ তৈরীর জন্য লাগে পরিচর্যা আর যত্ন।

আর ভালবাসার প্রকাশ ছাড়া ভালবাসা কে অর্থহীন মনে হয়। তবে আপনার সাথে সম্পূর্ণ একমত। এই প্রকাশভঙ্গী এক একজনের এক এক রকম হতে পারে।

ভালবাসার প্রকাশ হতে পারে অদ্ভুত এবং ব্যঞ্জনাময়।

সেটা হতে পারে একটা মিষ্টি হাসি, হতে পারে কান্নার জল, হয়তো উদাস হয়ে আকাশের দিকে চেয়ে থাকা, এক মূহুর্তের বিচ্ছেদের অসহনীয়তা, রাগ-অভিমান, এমন কি ঝগড়ার মধ্যেও ভালবাসা প্রকাশ পেতে পারে।


তবে একটি সংসারে ভালবাসার চর্চা এবং অনুধাবনীয়ভাবে তার প্রকাশ থাকা অত্যন্ত জরুরী।

৩৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৬

রাইসুল সাগর বলেছেন: এতো কিছু বাপরে বাপ, তাই সিন্ধান্ত

বউ ছাড়া আরো তিরিশ বছর
পাড়ি দিব রে,
থাকবো না হয় ব্যাচেলর মাঝি
আজ আমি হাল ছেড়েছি
বিয়ের ব্যাপারে।
বউ ছাড়া আরো তিরিশ বছর
পাড়ি দিব রে। :P :P :( :( X(( :P :P

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৬

পড়শী বলেছেন: ভাই, বিয়েতে যে কি মজা, যে করে নাই সে কখনোই বুঝবে না। যারা বউ এর মজা একবার পাইছে, তাদের কাছে পৃথিবীর আর কিছুই মজা লাগে না।

৩৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৯

রাইসুল সাগর বলেছেন: লেখক বলেছেন: ভাই, বিয়েতে যে কি মজা, যে করে নাই সে কখনোই বুঝবে না। যারা বউ এর মজা একবার পাইছে, তাদের কাছে পৃথিবীর আর কিছুই মজা লাগে না।

কন কি? বেপক মজা হইলেতো মিস করা যাইবো না। তাই নতুন সিন্ধান্তঃ

বউ ছাড়া আর একটা দিনও
পার করবো না রে,
আর থাকতে চাইনা ব্যাচেলর মাঝি
পন করেছি বিয়ে করবো রে
বউ ছাড়া আর একটা দিনও
পার করবো না রে,

ভালো থাকুন শুভকামনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৫

পড়শী বলেছেন: এইবার লাইনে আইছেন।

আপনার জন্যও শুভ কামনা।

৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩০

মাহবু১৫৪ বলেছেন: :-B :-B :-B :-B

কিন্তু অনেক সাধনার জিনিস এইসব!!!


যাউক গা, আগে থেকেই প্রিয়তে নিয়া নিলাম।

ভাল লাগা

++++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৫

পড়শী বলেছেন: ধন্যবাদ মাহবু১৫৪।

শুভকামনা।

৩৬| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৯

শ্রাবণ জল বলেছেন: ভালবাসা আপনা-আপনি সাধারণত তৈরী হয় না। আমি বিশ্বাস করি, ভালবাসা একটি বৃক্ষের মত। তার বীজ বপন করতে হয়। তার অঙ্কুরোদ্গমের জন্য আলো লাগে, পানি লাগে, সার লাগে। অঙ্কুর থেকে স্থায়ী বৃক্ষ তৈরীর জন্য লাগে পরিচর্যা আর যত্ন।

সহমত।

হাসব্যান্ড কিচেনে গিয়ে নাস্তা রেডি করবে, এতটা বোধহয় আশা করা উচিৎ না। বাকি সব ঠিক আছে।

ভাল পোস্ট। ভাল লাগল।

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩০

পড়শী বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবন জল।

কিন্তু হাসব্যান্ড কিচেনে গিয়ে নাস্তা রেডি করলে কি সমস্যা?

হাসব্যান্ড দের সম্মান কমে যাবে?

৩৭| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
১ নাম্বারটা ছাড়া আর কিছুই পারমু না :D :D B-))



বিয়া সেত মেলা দূর ! :(

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৫

পড়শী বলেছেন: এক নম্বর টা সবচেয়ে মজা। কিন্তু মজা নিতে গেলে কিছু কষ্ট ও স্বীকার করা দরকার।

৩৮| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:৩০

শ্রাবণ জল বলেছেন: বাঙ্গালী কালচারে এটা নেই,তাই
এদেশের পুরুষরা এমন মানসিকতা রাখেনা।

কোন একদিন বউকে চমকে দেয়ার জন্য হয়ত এটা করতে পারে। সবসময় করবেনা।

আমি তর্কে যাচ্ছি না।জাস্ট আমার যেটা মনে হল, সেটাই বললাম।

(যদিও আমি অবিবাহিত) সুস্থাবস্থায় আমি নিজেই কখনো চাইবনা আমার হাস ব্যান্ড আমার জন্য চা বানাক। কিছু কাজ মেয়েদেরই থাকুক।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৭

পড়শী বলেছেন: "বাঙ্গালী কালচারে এটা নেই,তাই
এদেশের পুরুষরা এমন মানসিকতা রাখেনা।" এই মানসিকতা টা ঠিক সমর্থন করতে পারি না।

তবে বৌ যদি চায়, কিছু কাজ তার ই থাক, তাহলে অন্য ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ।

৩৯| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২০

বিসকুট বলেছেন: বউ অর্জন করার উফায় বলেন গো ভাই :'(

১০ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:০৩

পড়শী বলেছেন: হা হা হা =p~ =p~

৪০| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৫

স্বপ্নরাজ্য বলেছেন: এম এস সি করসি বহু আগে আজকে পি এইচ ডি কমপ্লিট করলাম। ভাল লাগল। বিয়ে করতে বহু দেরি তাই প্রিয়তে রাখলাম আর দোয়া করবেন আপনার দেয়া শিক্ষা যেন কাজে লাগাইতে পারি।

১০ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:০৩

পড়শী বলেছেন: আর দেরি কইরেন না ভাইজান। শেষে যোগ্য পাত্রী পাবেন না।

৪১| ১০ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:১৯

নাজমুল হুদা নাজ বলেছেন: জীবনে ছ্যাকাটা খাইছি কঠিন ভাই, তাই ভাবছি বিয়া করমু না। তবে আপনার কথা ভাল লেগেছে।

১০ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৫৪

পড়শী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঐ সব ছ্যাঁকা-ট্যাঁকা কিছু না। বিয়া করেন। দেখবেন সব ঠিক হয়ে যাবে।

৪২| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:২৪

স্মৃতি বলেছেন: ভালো বলেছেন। বেশির ভাগ ছেলেদের সমস্যা মনে হচ্ছে নাস্তা তৈরিতে। তাদের জন্য বলছি, আপনি কখনই না করলেও, সে আপনার জন্য রোজ করে.কেন ভয় পাচ্ছেন, আপনাকে রোজ বানাতে হবে? এখনও বাংলাদেশের বাসির ভাগ মেয়ে রা এমন যে, "তুমি আমার জন্য দু ফোঁটা চোখের জল ফেলেছ, বিনিময় এ আমি জনম জনম কাঁদিব।.

২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৮

পড়শী বলেছেন: এখনও বাংলাদেশের বাসির ভাগ মেয়ে রা এমন যে, "তুমি আমার জন্য দু ফোঁটা চোখের জল ফেলেছ, বিনিময় এ আমি জনম জনম কাঁদিব।. .......

দারূনভাবে সহমত।

৪৩| ১১ ই নভেম্বর, ২০১২ রাত ৮:১৬

শিপন মোল্লা বলেছেন: ভাল লাগলো আপনার পরামর্শ সেই সাথে পষ্টের মন্তব্য গুলির জবাও চমৎকার বলেছেন। তবে শামীম আরা সনির মন্তব্য বেশি সঠিক মনে হচ্ছে জবাবেও আপনি চমৎকার বলেছেন।
যে ভালোবাসতে জানে, ভালোবাসতে চায় তার আসলে কোন টেকনিক লাগেনা, লাগবেনা, সে আপনতেই বুঝবে ভালোবাসতে কি করে হয়।
সবসময় ভালোবাসা মুখে বলে বা প্রকাশ করে বোঝানো যায়না।
আর একটা ব্যাপার আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমি ঠিকি বুঝবো।
মনে রাখবেন ভালোবাসা অনুভব করা যায়। আপনাকে কেউ ভালোবাসলে আপনি ঠিকি বুঝবেন।
অনেকসময় ভালোবাসার মানুষ পসেসিভ হয়ে হয়ত শুধু রাগ ও প্রকাশ করে থাকে!

++++

১২ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:২৩

পড়শী বলেছেন: অনেক ধন্যবাদ আবুশিথি। শুভকামনা।

৪৪| ৩০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫

রায়হান০০৭ বলেছেন: স্মৃতি বলেছেন এখনও বাংলাদেশের বাসির ভাগ মেয়ে রা এমন যে, "তুমি আমার জন্য দু ফোঁটা চোখের জল ফেলেছ, বিনিময় এ আমি জনম জনম কাঁদিব ....... চরম ভাবে দ্বিমত :-& :-& :-&
ওইদিন আর নাইরে মনু
দিন বদলাইয়া গেছে :|
তবে আপনার কথা গুলো অসাধারন
"যে ভালোবাসতে জানে, ভালোবাসতে চায় তার আসলে কোন টেকনিক লাগেনা, লাগবেনা, সে আপনতেই বুঝবে ভালোবাসতে কি করে হয়"
সত্যিকারের ভালবাসলে এমনিতেই বুঝা যায় :!> :!> :!>

১৯ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:১৯

পড়শী বলেছেন: ধন্যবাদ রায়হান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.