নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীর ফাঁসি চাই

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পথিক!!!!!!!

মামুন ম. আজিজ একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি, স্বপ্নহীন হয়ে থাকা সেই স্বর্গে এক পরাজিত আত্মা গল্প কবিতা লিখবে কিভাবে [email protected] Blood Group: A+ http://mamunma.blogspot.com/

পথিক!!!!!!! › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষায় ও সাহিত্যে গালাগালি--- আদি ও মধ্য কাল পর্ব

৩০ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৫

ইতোপূর্বে গালির প্রয়োজনীয়তা সম্পর্কে লিখেছিলাম নিচের পোষ্ট টিতে।

স্ল্যাং ব্যবহারের পোষ্টমোর্টেম , স্ল্যাং যখন ভীষণ উপযোগী...

এবার বাংলা গালির বিভিন্ন কালের রমকফের নিয়ে কিছু প্রকাশের উদ্দেশ্য শুরু করছি এই শিরোণামের বক্তব্য---

বাংলা সাহিত্যের প্রাচীন ইতিহাস ঘাটলে আমারা জানতে পারি যে আধুনিক যুগের পূর্বে বাংলা গদ্যের প্রমান প্রাপ্ত কোন বিকাশ ঘটেনি। ফলশ্রতিতে প্রাগ আধুনিক যুগের কথ্য বাংলার রূপ সম্পর্কে আমাদের ধারনা কখনই স্পষ্ট হয়না। তাই বিশাল এলকা জুড়ে ব্যবহৃত বাংলা ভাষাভাষি মানুষের ভাষায় কি ধরনের স্ল্যাং কোন এলাকা ভিত্তিতে কিভাবে ব্যবহৃত হতো সে সম্পর্কে ও স্পষ্ট ধারনা দেয়া সম্ভব নয়।

তবে আধুনিক যুগের আগের বাংলা সাহিত্য ঘেটে বিশেষজ্ঞরা যে সব আমাদের জন্য উপস্থাপন করেছেন তার বেশীর ভাগই আমার পাই ছন্দময় একটা ভাবে, কাব্য ধারায়। এবং সেই সব কাব্যে , ছন্দে , প্রবাদে, ছড়ায় , কবিতায় বা পুঁথিতে স্ল্যাং এর যে বিশদ ব্যবহার ছিল তা থেকে নিচে কয়েকটি মজার মজার উদ্ধৃত করার ইচ্ছা পূরণ করছি। ...



১। আপন পানে চায়না শালি

পরকে বলে টেবো গালি।



২। উটকপালি চিড়–ন দাঁতি

গোদা পায়ে মারব লাথি।



৩। দেখে দেখে লাগল ধাঁধাঁ

পেত্নির পায়ে শেকল বাঁধা।



৪। দোজবরে ভাতারের ছাগ

চতুর্দশীয় চোদ্দ শাক।



৫। মায়ে রাঁধে যেমন তেমন, বোনে রাঁধে ছাই

ওই আবাগি রেঁধে দিলে মধূর তরে খাই।



৬। হাগুন্তির লাজ নেই, দেখুন্তির লাজ।



৭। পুতের মুতে কড়ি, মেয়ের গলায় দড়ি।



৮। ফচকে রাঁড়ের চুলবুলানি, জোয়ান রাঁড়ের ছাতা

বুড়ো রাঁড়ের পুরানা কথা আধবয়সীর মাথা।



৯। সতি মাগীর তাঁতি নাঙ।



১০। এক বউ নাচনি, তায় খেমাটার বাজনি।



এজাতীয় দৃষ্টান্ত প্রাচীন প্রবাদে অজস্র এবং প্রবাদ বেশীর ভাগই ( প্রায় সবই) অতি প্রাচীন। প্রবাদগুলির স্রষ্টা শালিনতা রায় খুব একটা ভাবিত ছিলেন না। হতে পসে সময়টাতে এই নিয়ে ভাবিত হওয়ার কোন প্রয়োজনও তাদের ছিলনা। অথবা নাও হতে পারে। ইচ্ছাকৃতও হতে পারে। অবশ্য নানবিধ সামিিজক বিষয়ে কটা করাই তো প্রবাদের একটা বিশিষ্ট কুলণ। যৌনতা, প্রাকৃতিক কাজকর্ম, সামজিক ব্যাভিচার, গোপন যৌন সম্ভার ইত্যাদি নানা বিষয়ই প্রবাদের মধ্যে তাই প্রাধান্য পেয়েছে।



প্রবাদের মতো ছড়ায় প্রাচীন বা মধ্য যুগে গালির অতটা ব্যবহার না হলেও , উদাহরণ আছে ভরি ভরি। অষ্টাদশ শতকের একটা মেয়েলি ছড়ার উদাহরণ পড়লেই সেটা বুঝতে পারবেন।

উদাহরণঃ



আয়না, আয়না, আয়না।

সতিন যেম হয় না ॥

উদবিড়ালি খুদ খায়

স্বামী রেখে সতিন খায় ॥

খ্যাংরা খ্যাংরা খ্যাংরা

সতিনের মাথায় যেন উকুন আর ড্যাংরা।

বেড়ি বেড়ি বেড়ি।

সতিন আবাগি চেড়ি।

খোরা খোরা খোরা।

সতিনের মাকে ধরে নিয়ে যায় যেন

তিন মিনসে গোড়া।

হাতা, হাতা, হাতা,

খাই সতিনের মাথা ॥

থুৎকুড়ি, থুৎকুড়ি, থুৎকুড়ি,

সতিনের যেন হয় আটকুড়ি ॥

পাখি, পাখি, পাখি,

নিচের মল সতিন আমি উপর থেকে দেখি ॥



এনবার একটা প্রাচীন পুঁথির উদাহরণ দেই। রাজশাহীর সুপ্রসিদ্ধ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ বরেন্দ্র অনুসন্ধান সমিতি’ সংরক্ষিত পুঁথিগুলির মধ্যে ১৮২ সংখ্যক পুঁথিতে পাই---



যত্ন করি এই পুঁথি করিলাম লিখন।

ইহা যদি চুরি করি লয় কোন জন।

মাতা তার শূকরী হয় জনক শূকর।

ব্রক্ষ্মহত্যা আদি পাপ তাহার উপর।






এসব আলোচনা আর উদাহরণ থেকে বোঝা যায় বাংলা ভাষায় এবং সাহিত্যে স্ল্যাং এর ব্যবহার সুপ্রাচীন। তবে একটা বিষয় স্পষ্ট স্ল্যাং এর সাথে যৌনতার একটা সেই প্রাচীন আর মধ্যযুগেও ছিল, যেটা পরবর্তীতে উনিশ শতকের গবেষনা লব্ধ লিপিবদ্ধ ভাষার ইতিহাস এও আমরা দেখি।

সে সম্পর্কে পরবর্তীতে কিছু আলোচনা করার ইচ্ছা রেখে আপাতত এখানেই আপনাদের দৃষ্টি থামাচ্ছি।



( বিঃদ্রঃ উপরোক্ত আলোচনায় আমাকে সরাসারি সাহায্য করেছে যে বইটি তার নাম---‘ বাংলা স্ল্যাং , সমীক্ষা ও অভিধান’ লিখেছেণ অভ্র বসু, প্যাপিরাস প্রকাশন, কলকাতা)





মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০০৮ রাত ১:৪৮

শাওন বলেছেন: + বড় ভাই ।

৩০ শে মার্চ, ২০০৮ রাত ২:৪৭

পথিক!!!!!!! বলেছেন: ধন্যবাদ ছোট ভাই

২| ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪৭

সামী মিয়াদাদ বলেছেন:

সবই দেখি মেয়েদের বিরুদ্ধে....পুরুষতান্ত্রিক স্ল্যাং

৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

পথিক!!!!!!! বলেছেন: সমাজটাই তো পুরুষতািন্ত্রক সেই কবে থেকেই..........
ভাল পয়েন্ট .........

৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

পথিক!!!!!!! বলেছেন: সমাজটাই তো পুরুষতািন্ত্রক সেই কবে থেকেই..........
ভাল পয়েন্ট .........

৩০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

পথিক!!!!!!! বলেছেন: সমাজটাই তো পুরুষতািন্ত্রক সেই কবে থেকেই..........
ভাল পয়েন্ট .........

৩| ৩০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫৪

বুজতেশিখুন বলেছেন:
+ চাচ্চু

৪| ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:১১

ময়ুরবাহন বলেছেন: গবেষনামূলক লেখা।

৫| ০১ লা এপ্রিল, ২০০৮ সকাল ১০:২৯

নাজিম উদদীন বলেছেন: ধন্যবাদ, স্ল্যাংগুলোর উতপত্তি দিলে আরও ভাল হত।

৬| ০১ লা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

পথিক!!!!!!! বলেছেন: Details uttpottii jana nai....
sorry for that....

( bangla likhte parchina..karon ...Training centre er LAb e achi.)

Thanks all who read

৭| ০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ২:০৯

সারিয়া তাসনিম বলেছেন:
অনেক খাটনি গেছে এই পোস্টে , তাইনা ?

৮| ০৪ ঠা এপ্রিল, ২০০৮ সকাল ৯:৪৩

পথিক!!!!!!! বলেছেন: মধ্যম খাটুনি বলা যেতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.