![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুন ম. আজিজ একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি, স্বপ্নহীন হয়ে থাকা সেই স্বর্গে এক পরাজিত আত্মা গল্প কবিতা লিখবে কিভাবে [email protected] Blood Group: A+ http://mamunma.blogspot.com/
নীল আকাশ ঘুমিয়ে পড়েছে সেই কখন;
শুকনো পাতা কাঁপছিল অথবা
কেউ কেউ বলেছিল কাঁদছিল;
থেমে গেছে শুকনো পাতার সে সব নৃত্য;
হয়তো তারাও ঘুমিয়ে পড়েছে।
ঘুমের কাছে কষ্ট নিদারুন পরাজিত-
সেটাই জানতুম এতকাল, যুগ যুগ,
অথচ কালো আকাশ ঘুমায় না, আর
তাই শুকনো পাতাও সজীব পাতার মতই
অদৃশ্য হয়ে যায় সুর্য টা হারিয়ে গেলে।
সূর্য কি তবে মরে যায় প্রতি রাতে?
চাঁদকে তবে জাগিয়ে রাখে কে?
কষ্ট যদি মরে না যায় তবে নিশ্চিত
ঘুমকেই জাগিয়ে রাখে সে।
কখনও পূর্ণিমার মত কষ্ট প্রশস্ত, ঘুম দীপ্ত সজাগ
কখনও অমাবশ্যার মত কষ্ট অবনত, ঘুম সুপ্ত সজাগ।
অদৃশ্য মানেই মৃত নয়
অদৃশ্য মানেই ধৃত নয়, নয় প্রভাবহীন
কষ্ট কিন্তু অদৃশ্য আড়ালেই থাকে
জাগ্রত রাখতে পারে ঘুমকেও দীর্ঘদিন;
রাতের আকাশে তারা জাগে,
তারা ঘিরে ঘিরে শূণ্যতা জাগে
অথচ ঘুমিয়ে তখনও নীল আকাশ।
কালো আর নীল এর মাঝে
কি কেবলই এক ঘুমের তফাৎ?
যুক্তিযুক্ত মনে হয়না, বরং মনে হয়
কেউ ঘুমায়না, কেউ জাগেনা,
সবাই কেবলই রূপ বদলায় আর
পূজো করে সময় নামের স্বৈরাচারীর,
কষ্ট তাই কখনও বাঁচেনা কিংবা হয়না তার মৃত্যু
কষ্টই ঘুম অথবা রূপ বদলে সেই তো সজাগ কভূ ।
২৬/০৪/০৮
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৩
পথিক!!!!!!! বলেছেন: প্লাস লিখতে কি খুব কষ্ট হয়।
ধন্য....
বাদ টুকু দিলাম না ...বাদ দিয়ে কি লাভ
২| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩৬
আবু সালেহ বলেছেন: "অদৃশ্য হয়ে যায় সুর্য টা হারিয়ে গেলে।
সূর্য কি তবে মরে যায় প্রতি রাতে?
চাঁদকে তবে জাগিয়ে রাখে কে?
কষ্ট যদি মরে না যায় তবে নিশ্চিত
ঘুমকেই জাগিয়ে রাখে সে।"
++
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪০
পথিক!!!!!!! বলেছেন: ভাল অংশ পয়েন্ট আউট করেছেন.....ব্যাখ্যা কিন্তু বিস্তর
৩| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪২
আকাশচুরি বলেছেন: ++
৪| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪৯
অহনা বলেছেন: সেদিন চৈত্রমাস
তোমার চোখেতে দেখি আমার সর্বনাশ
এই কবিতার কবি কে?
কেউ না জানলে এককথায় আমি। আমিই কবি।
প্রমাণ দিন অথবা আমাকেই মেনে নিন।
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৪
পথিক!!!!!!! বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর মাহাশয়ের একটা কবিতায় ওমন লাইন আছে ।
৫| ২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৫৭
পথিক!!!!!!! বলেছেন: প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
-----------------কবি গুরু।।
(হনুলুলুর জন্য ধন্যবাদ `প্রহর শেষের আলোয় রাঙা' টুকু মনে করিয়ে দেবার জন্য। )
৬| ২৬ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৮
সব্যসাচী বলেছেন:
কালো আর নীল এর মাঝে
কি কেবলই এক ঘুমের তফাৎ?
দারুন.................
৭| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৩
রাশেদ বলেছেন: ভাল্লাগছে।
৮| ২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:১৫
সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর শিরোনামের সুন্দর কবিতা......
ভালো লাগলো।
শুভেচ্ছা।
০১ লা মে, ২০০৮ সকাল ১১:৩০
পথিক!!!!!!! বলেছেন: ভাল আছেন তো?
৯| ০১ লা মে, ২০০৮ রাত ১২:৪৮
ইরতেজা বলেছেন: অদৃশ্য মানেই মৃত নয়
অদৃশ্য মানেই ধৃত নয়, নয় প্রভাবহীন
কষ্ট কিন্তু অদৃশ্য আড়ালেই থাকে
জাগ্রত রাখতে পারে ঘুমকেও দীর্ঘদিন
দারুন লেগেছে
০১ লা মে, ২০০৮ সকাল ১১:২৯
পথিক!!!!!!! বলেছেন: সলাজে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:২৯
হনলুলু বলেছেন: ভাল্লাগছে
পেলাচ