নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীর ফাঁসি চাই

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পথিক!!!!!!!

মামুন ম. আজিজ একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি, স্বপ্নহীন হয়ে থাকা সেই স্বর্গে এক পরাজিত আত্মা গল্প কবিতা লিখবে কিভাবে [email protected] Blood Group: A+ http://mamunma.blogspot.com/

পথিক!!!!!!! › বিস্তারিত পোস্টঃ

গায়ে হলুদের ছড়া (অনুরোধে ঢেঁকি গেলা)

০৬ ই মার্চ, ২০০৯ রাত ১:৪০

বিয়ে শাদীতে মতি নেই, আর গায়ে হলুদ!

কিন্তু উপায় নেই, এক বন্ধু কয়েকবার মোবাইলে কল দিয়েছে রিকয়েস্ট করার জন্য...করেছেও গায়ে হরুদ নিয়ে দুচারটে লাইন ছড়া লিখে দিতে, কি ভয়াবহ সমস্যা....ছড়া তার উপর গায়ে হলুদ নিয়ে.

যা মনে এল লিখে দিলাম তারে....





(১)

আজকে তাদের গায়ে হলুদ

আজ যে খুশির দিন

বর বধূটির নতুন জীবন

হলুদে হোক রঙিন।



(২)

সবাই মিলে ফুর্তি সুখে

হলুদ রঙা গায়

গায় হলুদ যে নতুন করে

প্রেম করা শেখায়



(৩)

গায়েতে মাখোরে হলুদ

মাখোরে মুখে হাতে

সোনাঝরা হলুদ সন্ধ্যায়

বর বধূরই সাথে।



(৪)

হলুদ সন্ধ্যা মিলন সুখের

ডাক শুনিয়ে যায়

বর বধূর জন্য জানাও

আশীর্বাদ এ সন্ধ্যায়



(৫)

হলুদ সন্ধ্যা মিলন সুখের

ডাক শুনিয়ে যায়

বর বধূর জন্য তো এই

নাচ গান সন্ধ্যায়



(৬)

হলুদ মাখা বরণ বেলা

অঙ্গ খানি কাঁচা হলুদে সাজাই

নাচোরে গাওরে সবে

বর বধূর আর বেয়ান বেয়াই



(৭)

আজ হলুদের সুখ সন্ধ্যায়

সেই সে সুখের হলদে রূপ

আজ আমাদের বর বধূ দ্বয়

কাঁচা হলুদে সাজবে খুব।

তাদের সাথে আমরা সবাই

হলুদ রঙের উল্লাসে

মাতবো যখন সুখ পাখীরা

মিষ্টি সুরে খুব হাসে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ২:০১

ইষ্টিকুটুম বলেছেন: আচ্ছা, 'পোস্টটি আপত্তিকর' উঠেছে কেন? বুঝলামনা!

তবে, অনুরোধে ঢেঁকি গিলে কেউ এত ভাল লিখতে পারে, ছড়া?!

০৬ ই মার্চ, ২০০৯ রাত ২:২০

পথিক!!!!!!! বলেছেন: কোথায় আপক্তিকর উঠেছে ?

২| ০৬ ই মার্চ, ২০০৯ রাত ২:২৩

ইষ্টিকুটুম বলেছেন: ঐযে পাশেই, লাল কালিতে!

০৬ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪২

পথিক!!!!!!! বলেছেন: আমি দেখিনাই

৩| ০৬ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:২৪

তর্পন বলেছেন: ছড়া গুলো ভাল হয়েছে । কিন্তু ছবিটা একটু মার খেয়ে গেছে । হলুদের স্পেশাল এফেক্ট না দিয়ে রিয়েল ছবি দিলে হয়তো ভাল দেখাতো ।

০৭ ই মার্চ, ২০০৯ রাত ১:৫০

পথিক!!!!!!! বলেছেন: হু হতো মানলাম

৪| ০৬ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:২৫

তর্পন বলেছেন: + দিলাম!

৫| ০৬ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:২৮

নীল-দর্পণ বলেছেন: ছড়া কবিতা ভাল বুঝিনা তবে ভালই লাগল

৬| ০৬ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০৩

আসিফুজ্জমান তমাল বলেছেন: গায়ে হলুদ , হলুদ শাড়ি
কনে যাবে শ্বশুর বাড়ী
সঙ্গে যাবে তত্ত্ব।
একটু পরেই বুঝবে কনে
এল কোন নতুন বনে
যেথানে শ্বশুর শ্বাশুড়ী কে
বশে আনা শক্ত।

০৭ ই মার্চ, ২০০৯ রাত ১:৫০

পথিক!!!!!!! বলেছেন: মামু লিখছেন জব্বর
হৈছে কি সে খবর?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.