নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক পৌরাণিক মানুষ

আমি, আমাদের কথা বলি

পৌরাণিক এক মানুষ

ওরা পৌরাণিক এক গল্পে, আমাদের কথা বলেছিলো

পৌরাণিক এক মানুষ › বিস্তারিত পোস্টঃ

ভ্যাষা সৈনিক গোলাম আযমের মৃত্যুতে শোকবার্তা

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৫

গত কয়দিন ধইরা বুকের মইধ্যে চাপা কষ্ট নিয়া চলতাম। সিগারেট কিন্যা, প্যাকেটে শুল্কের স্টিকার দেইখা মনটা খারাপ হইয়া যাইত। জেলের ভিতরে বসিয়া ভ্যাষা সৈনিক (উহা ছাগলদের ভ্যা ভ্যা ভাষার জন্য অবদান রাখিবার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়) আমার সিগারেটের টাকায় ভাগ বসাইয়া বাসমতী চালের পোলাও খাইব! সিগারেট এর ধোঁয়া হজম হইবার চাইতনা। আইজ থেইকা শান্তিতে বিড়ি টানুম। রাজাকারডারে আমার দ্যাশের মাটিতে দাফন না কইরা ওর দ্যাশে আইমিন পাকিস্তানে পাডাইয়া দেওনের যোগাড়যন্ত্র করন দরকার। এই মাটিতে ওর মতো রাজাকার এর লাশ দাফন ঐলে, মাটির আদরে লালিত মুক্তিযোদ্ধাদের মিশে যাওয়া পবিত্র দেহকণাকে অপমান করা অইবো। তবুও আইজকাল অগো মতো রাজাকারগো যেমনে দয়া দেহানো অইতাছে, তাতে মুনে লয় এইহানেই দাফন দিয়া দিবো। সমস্যা নাইক্যা। ঐটারে জাতীয় ঘৃণা কেন্দ্র ঘোষণা করিয়া নিয়মিত থুথু দিয়া আসিবো আমরা। কথা দিলাম।
আর রাজাকার প্রধান গোলাম আযমের মৃত্যুতে আমরা সত্যিই শোকাহত। হারামিরে ফাঁসিতে ঝুলানোর আক্ষেপটা রইয়া গেলো!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৭

রাফা বলেছেন: ফিনারে জাহান্নামা খালেদিন~~

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২১

পৌরাণিক এক মানুষ বলেছেন: আল্লাহ্‌ অবশ্যই এই নরপিশাচের কঠিনতম শাস্তি দিবেন। কোন কিছুই তাঁর অজানা নয়।

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: রাজাকারদের নিয়ে একটা 'দুঃসহ স্মৃতি' স্তম্ভ / ঘৃণ্য স্তম্ভ নির্মাণ করা হোক , যেখানে সাধারণ জনগণ ঐ সব রাজাকার স্তম্ভ/মুর্তির গয়ে পাথর ছুঁড়ে মারা জাতীয় কিছু করতে পারবে এবং নতুন প্রজন্ম এইসব রাজাকারদের ব্যাপারে একটা পরিষ্কার ধারনা পাওয়ার আরও একটি উৎস পাবে ।

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১২

পৌরাণিক এক মানুষ বলেছেন: গোলাম আজমের কবরটাকেই আমরা ঘৃণার স্তম্ভ ভেবে নেবো।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪০

খেলাঘর বলেছেন:


হায়েনার জীবন আজ শেষ হয়েছে; তার মৃত দেহ যেন বাংলার মাটিতে স্হান না পায় ।


২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৩

পৌরাণিক এক মানুষ বলেছেন: ঘৃণার স্তম্ভটা হয়ে যাক না!

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৭

শাহীন উল্লাহ বলেছেন: সরকার একঙ জাগরন মঞ্চ ব্যার্থ হলো তার ফাসী দিতে,,,,,,,,,

মানুষ যা বার বার ভুলে যায় তার ক্ষমতার পরিধী,,,, মানুষ চাইলেই সবকিছু করতে পারে না,,, আমি একজন মৃত ব্যাক্তির নামে কিছুই বলব না,,, কারন যে কোনো মানুষ মৃত্যুর পর সবকিছুর উধেৃ চলে যায়,,,,,,,,,,

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪

পৌরাণিক এক মানুষ বলেছেন: উর্দুতে লিখলে তোর বানান ভুল হতোনা। শিউর, এই কথার মিস নাই

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: লেখক বলেছেন: উর্দুতে লিখলে তোর বানান ভুল হতোনা। শিউর, এই কথার মিস নাই অসাম রিপ্লাই ভ্রাতা :)

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

পৌরাণিক এক মানুষ বলেছেন: কাইলকা আরেকটার ফাঁসির চূড়ান্ত আদেশ হইবেক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.