নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপ্রদজের কথন

পাপ্রদজ

পাপ্রদজ › বিস্তারিত পোস্টঃ

উইপোকার পাখা গজাইছে

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৯

গ্রামে একটা কথা বলে লোকে যে, মরণকালে নাকি উইপোকার পাখা গজায়। আবার কেউ পাগলপ্রায় বকলে বলে, 'কিরে হাতির পাঁচ পা দেখেছিস নাকি?' এমনটাই মনে হচ্ছে বর্তমান সময়ের জামায়াত-শিবির-বিএনপিকে দেখে। যদিও আমি নিজেকে আওয়ামী সমর্থিত মানি না, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলতে হয়, আমি স্বাধীনতারস্বপক্ষীয়। এতে যদি বিএনপি-জামায়াত-শিবির স্বাধীনতারবিপক্ষীয় হয় আর আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষীয় হয়, তাহলে সেটাতে আমার কিছু করার নেই।



আজকে ঘুম থেকে উঠে ফেইসবুক, ব্লগ, নিউজমিডিয়ার খবরাদি পড়ে হাসতে হাসতে শেষ। দেশনেত্রী সুন্দরী ম্যাডাম এমন এক কুড়াল মারলেন নিজের পায়ের উপর যে তাতে পা (দল) তো গেছেই, সাথে সাথে ইতিহাসের আস্তাকুড়েতেও ওনার জায়গা হবে কিনা জানি না। মানুষ দল-পার্টি এসব করে একটা নীতি-আদর্শকে কেন্দ্র করে। তাই বলে শহীদ জিয়ার মতো মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে মেশিনম্যান সাঈদীর ফাঁসীর ঘোষণার পরে ম্যাডামের এমন drunkard এর মতো বুলি, দেশকে ও দেশবাসীকে বুঝিয়ে দিলো যে যতো দুর্নীতি, অনিয়ম, লুন্ঠন, রাহাজানি করুক না কেন শেখের বেটি, তবুও তিনি এই সুন্দরীর চেয়ে ঢের উত্তম। অনেকে তো বলছেন, উনার সিংগাপুরে নাকি চিকিৎসাই শেষ হয় নাই। পুরোপুরি চিকিৎসা শেষ না করে ফিরে এলে নাকি এমনতর আধপাগলের মতো বুলি দেয় লোকে। লোকজন হয়ত পাল বদলের জন্য সামনের নির্বাচনে বিএনপিকে ভোট দিত, আওয়ামী দুর্নীতি থেকে রেহাই পেতে, কিন্তু এই সংবাদ সম্মেলন প্রমাণ করে দিলো, আওয়ামী লীগকে জেতানোর জন্য ম্যাডাম নিজেও মাঠে নেমে গেছেন।



এ প্রসঙ্গে কিছু মানুষের উল্লেখযোগ্য উক্তি না বলে পারছি না। দেশনেত্রী প্রমাণ দিলেন তিনি যার নুন খান, তারই গুণগান গান - সেটা যে কোনো মূল্যে। আরেক ভাই [নাম উল্লেখ করলাম না] বলেছেন, "জামাতের কাছে নিশ্চয়ই গোলাপির scandal আছে, এই জন্য গোলাপি জামাত ছাড়তে পারতেছে না" (ভাই scandal পাইলে আমারে দেখাইস, বহুদিন হইছে scandal দেখিনা)।" কে জানে হয়ত এমন কিছু থাকতেও পারে। নাহয় এমন মিথ্যা বুলি জীবনে আর কখনো দেখি নাই। 'ধন্য জনম মাগো, এমন সময়ে জন্মেছি যে এমন মিথ্যাওয়ালীকেও দেখেছি, আহা!'। আরেক সুন্দরী আপা নিজের ছবি আপলোড করে ক্যাপশনে বলে, "নিজেরে আর কোনোদিন সুন্দরী বলবো না, ম্যাডাম গোলাপি আজ সুন্দরী জাতিকে অপমানিত করলেন"।



কথায় বলে না, এক মাঘে শীত যায় না। এবার এমনটাই হয়ত প্রযোজ্য হবে বিএনপির জন্য। তরুণ সমাজ যারা দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে শাহবাগের প্রজন্ম চত্বরে হাজির হয়েছে তাদের থেকে দূরে গিয়ে দেশনেত্রী নিজেই ভুলে গেলেন এবারে বিচার যদি রাজাকার-যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে হয়, তাহলে তাদের সমর্থনদাতাদেরও দেশের মানুষ, তরুণ সমাজ ছাড়বে না। বিচারের সময় একদিন ওদেরও আসবে এমন ঘৃণ্য সমর্থনের জন্য।



আর শেষ করতে চাই, একটা উদাহরণ দিয়ে। Cymothoa exigua হচ্ছে এক পরজীবী প্রাণী। এটি মাছের জিহবায় গিয়ে বসে। আর পরে আস্তে আস্তে মাছের জিহবার জায়গাটা দখল করে নেয়। ফলে মাছটির আসল জিহবা খসে পড়ে যায়। মাছটি কিন্তু বেঁচে থাকে মুখে সেই পরজীবীটাকে নিয়ে। বিএনপি-জামায়াত সম্পর্কটাও সেই পরজীবীর ন্যায়ই ঠেকছে।







মূলপোস্ট

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

সান কিং-১ বলেছেন:
হাম্বা ইজ এ ডোমেস্টিক এনিমেল,
ইট হ্যাজ এ লং টেইল। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.