নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

মা \'ঊর্মিলা\'

২২ শে জুন, ২০১৮ সকাল ৯:০৬

মা 'ঊর্মিলা', আজ খুব মনে পড়ছে তোমাকে,
যখন তুমি কোলে নিয়ে,
স্নান করাতে আমাকে।
আমার হাতে পায়ে চুমু দিয়ে,
হাসিমাখা মুখে, তুমি বলতে-
"ওরে আমার রাজা কৃষ্ণনাথ রায় রে,
আমি তোর মূর্খ মা রে।
কেমন করে-
মানুষ করবো তোকে।
লেখাপড়া জানি নে,
ওরে আমার রাগী রাজা রে।
বড় হয়ে-
ক্ষমা করিস তোর এই মূর্খ মাকে।
শিখি নি কখনো জীবনে
কেমন করে মানুষ করতে হয় রাগী রাজাকে।
তুই যে আমার কাশিমবাজারের রাজা,
তুই যে আমার রাগী সোনা।
বড় হলে-
ক্ষমা করিস তোর মূর্খ মাকে।
আমার বাবা, আমার মা, আমার অল্প বয়সে
বিয়ে দিয়েছে,
তুই আমার কৃষ্ণনাথ, আমার কোল জুড়ে-
আলো করেছিস, আমার কুঁড়ে ঘরে এসে।
ওরে আমার রাজা কৃষ্ণনাথ, রাজপ্রাসাদ ছেড়ে
তুই এসেছিস আমার কুঁড়ে ঘরে।
আমি কি আর পারবো তোকে
রাজবাড়ির মতোন করে
মানুষ করতে।
আমি যে তোর মূর্খ মা রে-
বড় হয়ে
ক্ষমা করিস তোর মূর্খ মাকে।
রাজা কৃষ্ণনাথ, তোকে
মানুষ করতে গিয়ে
আমি ঊর্মিলা ভুল করে ফেললে-
বড় হয়ে ক্ষমা করিস তোর মূর্খ মাকে।
রাজা, আমার কোন দাস দাসী নাইরে,
তোকে আমি রাখবো কার কাছে।
আমি একা, এক হাতে
তোকে তুলবো মানুষ করে।
ওরে আমার রাজা কৃষ্ণনাথ রায় রে।
আমি তোর মূর্খ মা রে,
জোড় হাতে ক্ষমা চাইছি তোর কাছে,
ভুল করে থাকলে,
ক্ষমা করিস ঊর্মিলাকে।
রাজা কৃষ্ণনাথ, আমি তোকে
কোথায় রাখবো রে?
নেই তো আমার ঘরে-
সোনার পালঙ্ক, দোলনা তোর জন্যে,
নেই তো সোনার থালা বাসন তোর জন্যে।
রাজা, তুমি কি এসেছো আমাকে পরীক্ষা করতে,
কেন তুমি এসেছো আমার মতোন গরিবের ঘরে?"

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:২৬

সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।

২| ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৪

সৈয়দ ইসলাম বলেছেন: দাদা, কবিতা ভাল হয়েছে, তবে আরেকটু দীর্ঘ সময় বিরতি নিয়ে প্রকাশ করলে আপনার জন্যই ভাল হত। পাশাপাশি ৬-৭ মিনিটের বিরতিতে পোস্ট না করে ৬-৭ ঘণ্টার বিরতি নিয়ে কবিতা প্রকাশ করুন, দেখবেন আপনার এমন সুন্দর কবিতাগুলোতে আশাতীত সুমন্তব্য আসবে।

শুভকামনা আপনার জন্য

৩| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:১১

রসায়ন বলেছেন: দারুণ কবিতা।

৪| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:২২

স্রাঞ্জি সে বলেছেন: প্রতিটা মায়ের ও তার সন্তানের প্রতি এই সহানুভূতি হয়।
ভাল লাগল কবিতা।

৫| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:২৭

সিগন্যাস বলেছেন: কি আর বলবো
কবিতা ভাল হয়েছে

৬| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:৩১

লাবণ্য ২ বলেছেন: দারুন!

৭| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

কাইকর বলেছেন: ভাল লাগলো

৮| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.