নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষা

২২ শে জুন, ২০১৮ সকাল ৯:১৭

রাজবাড়িতে দাঁড়িয়ে
আমি ছোট্ট প্রদীপ বলেছিলাম, আমি কে?
রাজবাড়ি চেয়েছিল দিতে-
এক কোটি টাকা ঊর্মিলাকে।
আমার মা ঊর্মিলা,
সেই টাকা ফিরিয়ে দিয়ে
আমাকে নিয়ে-
গিয়েছিল নিজের বাড়িতে
আমার মা ঊর্মিলা।
বাড়িতে যাবার পথে,
সোমেনের লোক পথ আটকে,
নির্দেশ দিয়েছিল আমার মাকে,
'প্রয়োজনে ঊর্মিলাকে প্রাণে মেরে
নিয়ে যাবো প্রদীপকে।'
প্রদীপ আলো হয়ে জ্বলে
রক্ষা করেছিল মা ঊর্মিলাকে।
সেদিনের ছোট্ট প্রদীপ, রাজবাড়ির কথা
শুনিয়েছিল সবাইকে, দাদু দিদা থেকে মা বাবা।
বলে নি বাইরের কাউকে
বললে বিশ্বাস করতো সকলে।
সেই একই প্রদীপ, ছোট্ট থেকে
আজ বড় হয়েছি বয়সে।
ছোট্টবেলার সেই কথা প্রদীপ বলেছে
রাজবাড়ির বাইরে-
পৃথিবীর সব মানুষকে।
সেই একই কথা, সেদিন ছিল রাজবাড়িতে,
আজ সেই কথা রাজবাড়ির বাইরে।
অথচ কোন লোক, করে নি বিশ্বাস প্রদীপকে,
আমি তো দেখি নি কাউকে বিশ্বাস করতে।
ছোট্ট প্রদীপ সেদিন ঢুকেছিল রাজবাড়িতে,
অথচ একই প্রদীপ, আজ নিষিদ্ধ একই বাড়িতে।
ছোট্ট প্রদীপের কোন প্রমাণ চাই নি রাজবাড়ী,
প্রদীপের মুখের কথায় বিশ্বাস করেছিল রাজবাড়ী।
বড় প্রদীপের প্রমাণ চাই রাজবাড়ী,
প্রমাণ নিয়ে দাঁড়িয়ে আছি আমি।
যদি ছোট্ট প্রদীপের কথায় বিশ্বাস করতো সকলে-
তাহলে মণীন্দ্র নন্দীর দেহ উঠে যেতো রাজবাড়ির মাটি থেকে।
আট বছর বয়সের পরে-
আমি রাজবাড়ির কথা বলি নি কাউকে।
মা, বাবা ভেবেছিল, প্রদীপ যদি বলতো সকলকে,
তাহলে অর্থের অভাব হতো না তাদের জীবনে।
বাবা, পরীক্ষা দিতে হয় না ছোট্টকে-
যত পরীক্ষা দিতে হয় বড়কে।
যে ছোট্ট, তার আবার কিসের পরীক্ষা,
যে বড়, তাকেই তো বারে বারে দিতে হয় পরীক্ষা।
বাবা, আজ যে আমি বড় হয়েছি-
তাই, সব পরীক্ষা দিতে হবে আমাকে, আমি তৈরী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.