![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুখ পোকা
আহারে জীবন.. কোথায় তাহলে মুল্য এই স্বর্গীয় অনুভুতির!
প্রেম এবং প্রেম পরবর্তী জীবনানভুতি নিয়ে একটা মহাস্বরণীয় বাণী পয়দা করিতে চাই যাহাতে নাদান পোলাপানের একটু হলেও উপকার হয়.. কোন আপেল গাছের নিচে কখন বসিতে হইবেক... আহা প্রেম.. তবুও তো ধানমন্ডি লেকের কালো পানি তে যুগল ছায়া.. ছেলেটির সিগারেটের ধুয়াতে প্রেয়সীর মুখোশ আর কাল্পনিক বায়বীয় সুখের বেলুন।. আহা, জীবনের এত পরত কেন?
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৪
ধূসর প্রেইরী বলেছেন: আল্লাহ, কুরআন, বাস্তবতা, সব কিছুর রেফারেন্স দিয়ে বুঝানোর চেষ্টা করতেছি ভাই. আমি কি করি, সেটার কি সম্ভাবনা, তাই মনে হয় বুঝেনা নিয়ে আসার পরে. অথচ নিয়ে আসার আগে এইসব নিয়ে কোনদিন একটা কথাও বলে নি !
এখনো মেয়েটা কারো হাতের ঘুটি, আল্লাহ তাকে সুমতি দিক..
২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৫
ইকরাম বাপ্পী বলেছেন: প্রতিদিন আওক্লে ধানমন্ডির পানিতে গোসল করেন তাহলে যদি পাপ মোচন হয়
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৫
ধূসর প্রেইরী বলেছেন: বস, ফাজলামি কইরেন না.
৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯
ইকরাম বাপ্পী বলেছেন: সরি আপনার জবাবের পরে আমি আর লিখতে পারি নাই কারণ আমার মোবাইলের আয়ু শেষ হয়ে গিয়েছিলো, যা হোক গতকাল আপনি জবাবটা দেবার আগেই অন্য পোস্ট পড়ে দেখলাম আপনি নিজেই একবার বলেছেন যে শ্রদ্ধাবোধ আর বিশ্বাস উঠে গেছে তা আর ফিরে আসবে নাহ। তাহলে আবার কেনো তাকে জীবণে গ্রহণ করার কথা চিন্তায় আসছে? আবার একবার বললেন নতুন করে জীবণ শুরু করছেন। ধরে নিচ্ছি আপনি নতুন জীবণ শুরু মানে তাকে বাদ দিয়ে আপনি চিন্তা শুরু করেছেন। তাহলে আবার পুরানো জীবণে ফিরে আসার মানে কী? নিজের চিন্তা চেতনা সিদ্ধান্ত কেনো এত্তবার পরিবর্তন করে চলছেন? তাহলে তার সাথে আপনার কী পার্থক্য থাকলো? তাকে একজন মেয়ে মানুষ না ভেবে মানুষ ভাবুন তাহলে যেটুকু শ্রদ্ধাবোধ থাকবে তা নিয়ে তার কাছ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। আর যে আপনার কাছে আসার আগেই নিজেই সিওর না যে আসলে সে আসতে চায় কী চায় না তার দ্বিধার কাছে কেনো পড়ে থাকবেন? হ্যাঁ হতে পারে তিনি পিতা মাতা পরিবারের কথা না ভেবেই আপনার সাথে বিবাহে জড়িয়েছে কিন্তু কই তাদের কথা শুনেইতো এখন আপনার কাছে আসছে নাহ। তার যদি মনে হত আপনি তেমন ভরসা যোগ্য না তাহলে সে আগেই এমন একটা আইনি সম্পর্কে জড়াতো নাহ। এখানে বিয়ে টাকে আমার কাছে মনেই হয়েছে একজনের জন্য হেলাফেলা আর একজনের কাছে সিরিয়াস। তার কাছে এখন আপনাকে মনে হয় না আপনি তেমন একটা ভরসাযোগ্য। নয়তো সেতো তার আপন জনদের থেকে আপনাকে চেনে ভালো তাহলে তাদের কথা শুনে তো নিজেকে তাদের কাছে রাখতো না। আপনার কাছেই চলে আসতো।
আর হ্যাঁ, এটা আপনার জীবনের সিদ্ধান্ত। আপনাকেই ঠিক করতে হবে আপনি কী করবেন। এখানে কেউ আপনার হয়ে সিদ্ধান্ত নিয়ে দেবে নাহ। আর তার সিদ্ধান্তে আপনি চললে আজীবণ আপনাকে আফসোস করে যেতে হবে।
আর আমি ভেবেছিলাম আপনি হয়তো একটা গল্পের কিছু অংশ দিয়ে তার পুরাটার লিঙ্ক দিয়েছিলেন। তাই আর কী অমন মজা করেছিলাম। তার জন্য আবারো সরি......।।
ভালো থাকবেন......
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৮
অর্থনীতিবিদ বলেছেন: ১২ বছর প্রেম করার পর মেয়ের মন মানসিকতা কেমন তা আরো ভালভাবে বুঝতে পারলে ভালো হতো। মেয়েকে আরো ভালভাবে বুঝতে পারলে তাকে জীবন সঙ্গিনী করার ব্যাপারে নিঃসন্দেহে আরো অনেক চিন্তা ভাবনা করতে পারতেন। কিন্তু যেহেতু পারেননি এবং বিয়েও করে ফেলেছেন তাই এখন আর কিছু করার নেই।
তাকে সঠিক জিনিসটি বুঝান। আন্তরিকতার সাথেই বুঝাতে চেষ্টা করুন। না বুঝলে আলাদা রাত্রি যাপন করুন। তারপরও কাজ না হলে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিন। যদি সে আপনার সবকিছু মেনে নিয়ে ফিরে আসে বুঝবেন সে আপনাকে সত্যিই ভালবাসে। আর ফিরে না আসলে বুঝবেন আপনার প্রতি তার তেমন কোন ভালবাসা আর অবশিষ্ট নেই।
আপনাদের সুখী দাম্পত্য জীবন কামনা করছি।