![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পহেলা মে দিবস.. মনে পরে আজকে থেকে ৩ বছর আগের এই দিনটির কথা. ২০১০ সালের নভেম্বর মাসে DROIDBD এর যাত্রা শুরু করার পরে কোনো একদিন কাক ডাকা ভোরে ১০/১২ টি তরুণ প্রাণ খুব উত্সাহের সাথে সব তল্পিতল্পা গুটিয়ে চড়ে বসলাম মিনি ট্রাক এর পাটাতনে। দিনটি ছিল পহেলা মে ২০১১। গন্তব্য মিরপুর DOHS, DROIDBD এর নতুন অফিস। রাস্তায় নানান মজার ঘটনার জন্ম দিয়ে দুপুরে পৌছালাম DOHS এ । শুরু হলো নতুন পথচলা- টিকে থাকো এবং জয় কর. ২০১২ এর নভেম্বরে জন্ম নিল AAPBD. অনেক চড়াই উতরাই পেরিয়ে, আশা হতাশা এবং সফলতার হাত ধরে আজকে আমরা আরেকটি মে দিবসের শেষ প্রান্তে।.
এই সুদীর্ঘ ৩ বছরের মাঝে জন্ম হলো অনেক ঘটনার, সময়ের ডানায় ভর করে খুব কাছের কিছু মানুষ চলে গেল অনেক দুরে, সেই শূন্যস্থান পূরণ করলো কিছু অচেনা অজানা মানুষ তাদের অসাধারণ সহযোগিতা এবং সমর্মিতা দিয়ে। অনেক কিছু দেখলাম, জানলাম এবং শিখলাম এই ৩ বছরে যেগুলো কিনা রসদ হিসেবে কাজ করবে আগামী দিন গুলোতে । সব কাছের, অ-কাছের, শুভাকাংখী, অ-শুভাকাংখী দের জন্য রইলো মহান মে দিবস এর শুভেচ্ছা।
০১ লা মে, ২০১৪ রাত ৯:৩৫
ধূসর প্রেইরী বলেছেন: শুভেচ্ছা আপনাকেও
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ রাত ৮:০১
সজল আহমদখ বলেছেন: আপনাকেও মহান মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।ভালো থাকেন শুভ কামনা রইল।